ছোটদিঘারি ইউনাইটেড ক্লাবের কালীপুজো প্যান্ডেলের খুঁটি পুজা
বেঙ্গল মিরর, বার্নপুর: দুর্গাপূজার প্রস্তুতি শেষ, এখন শুরু হয়েছে কালীপূজার প্রস্তুতিও। নিউটাউনের ছোটদিঘারি ইউনাইটেড ক্লাবের উদ্যোগে রবিবার কালী পূজা প্যান্ডেলের জন্য খুঁটি পূজার আয়োজন করা হয়। এ সময় ক্লাবের সভাপতি ও কাউন্সিলর অনুপ মাজি খুঁটি পূজার এর সূচনা করেন। এই পূজা কমিটির একটি কাল্পনিক মন্দিরের আদলে বাঁশের তৈরি প্যান্ডেল করা হচ্ছে। এতে বাঁশের শিল্পকর্ম প্যান্ডেলে বিশেষভাবে দেখা যাবে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/10/img-20241006-wa00813838425593482262296.jpg)
একই মূর্তি নির্মাণ করছেন রঞ্জিত পাল মহিশীলা, বৈদ্যুতিক যন্ত্রপাতিও হবে বেশ আকর্ষণীয়। পুরো পুজোর জন্য বাজেট রাখা হয়েছে ১২ লাখ টাকা। ভাই ফোটার দিন এই ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। এই সময় ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সভাপতি শ্যামল আইচ, সহ-সভাপতি সোমনাথ মাজি, প্রণব ব্যানার্জি, রঞ্জিত সিং, অশোক চৌধুরী, সমরেশ কোনার, অনুপ পুরকায়স্ত, আশীষ মুখার্জি, সম্পাদক আনন্দ উপাধ্যায় সহ ক্লাবের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।