ASANSOL

আসানসোলের জিটি রোডে চালু উড়ালপুল, যানজট থেকে রেহাই

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ দূর্গাপুজোয় বড় উপহার পেলেন আসানসোল শহর সহ গোটা শিল্পাঞ্চলেরা মানুষেরা। আসানসোলের জিটি রোডের  কুমারপুর রেলক্রসিংয়ে নব নির্মিত উড়ালপুল বা ফ্লাইওভারটি মঙ্গলবার থেকে গাড়ি যাতায়াতের জন্য চালু করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও দুর্গাপূজার সময় মানুষদের যে কোনো ধরনের দুর্ভোগ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর সময় আসা-যাওয়ার জন্য এই উড়ালপুল খুলে দেওয়ায়, মানুষেরাও খুব খুশি ।


  উল্লেখ্য, দুর্গাপূজার সময় আসানসোলের কুমারপুরে রেল ক্রসিংয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অন্য সময়ও বলতে গেলে একই অবস্থা হয়। তাই দীর্ঘদিন ধরে এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করার দাবি উঠছিলো।  পুজো শুরুর আগে সেই উড়ালপুল চালু হয়ে যাওয়ায়, যানজটের সেই সমস্যা থাকবে না। রেল ক্রসিংয়ে যানজটে আটকেও থাকতে হবে না। উল্লেখ্য,  রেল ও সেল ৫০ কোটিরও বেশি ব্যয়ে এই ফ্লাইওভারটি তৈরি করা হয়েছে। আসানসোলের সাংসদ থাকাকালীন বেশ কয়েক বছর আগে বাবুল সুপ্রিয়র প্রচেষ্টায় এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়।
প্রসঙ্গতঃ, বিজেপি ছেড়ে এখন বাবুল সুপ্রিয় রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *