DURGAPUR

Durgapur Utsav : ৬ ডিসেম্বর থেকে শুরু, আয়োজনে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

বেঙ্গল মিরর, দূর্গাপুর,  রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুর উৎসব এবার দ্বিতীয় বর্ষের। এবারের দুর্গাপুর উৎসবের আয়োজনে রয়েছে দুর্গাপুর চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে দুর্গাপুর উৎসব চলবে দশদিন ধরে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে দূর্গাপুর উৎসব আয়োজনের বিষয়ে জানান দূর্গাপুর পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর তথা দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির রমাপ্রসাদ হালদার। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দূর্গাপুর পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের বেশ কয়েকজন সদস্য ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সহ অন্যান্যা সদস্যরা। 


এবারে দশ দিন ধরে চলা দুর্গাপুর উৎসবে বলিউড গায়ককে আনার চেষ্টা হবে বলে জানান আড্ডার চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও কলকাতার বিখ্যাত গায়কদের এই উৎসবে আনার চেষ্টা করা হচ্ছে । দুর্গাপুর উৎসবে এবার দুটি শনিবার ও দুটি রবিবার পাওয়া যাচ্ছে। সেই চার দিন উৎসবে আসা মানুষদের সামনে অন্য ভাবে তুলে ধরা হবে বলে জানান কবি দত্ত। এবারের দুর্গাপুর উৎসবের থিম ” ডেস্টিনেশন দুর্গাপুর “।


পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আক্ষেপ প্রকাশ করে বলেন, পশ্চিম বর্ধমান জেলা পরিষদ সেভাবে যুক্ত হয় নি গতবারের দুর্গাপুর উৎসবে । তিনি জানিয়েছেন এবারে উৎসবে যোগ দিচ্ছে এই সংস্থা। এসবিএসটিসি বা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চেয়ারম্যান সুভাস মন্ডল জানিয়েছেন, গ্রামের মানুষদের এবারের দুর্গাপুর উৎসবে আসার জন্য এসবিএসটিসি বাসের ব্যবস্থা করবে । দুর্গাপুরের বাসিন্দারা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন দুর্গাপুর উৎসবের শুরুর জন্য।
উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, দুর্গাপুর উৎসবের চেয়ারম্যান হচ্ছেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মেন্টর হিসাবে থাকবেন দুর্গাপুরের মন্ত্রী প্রদীপ মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *