” লাইফ ফাস্ট, সেলফি লাস্ট “
শহরবাসীদের সচেতন করতে অভিনব প্রচার দূর্গাপুর সাব ট্রাফিক গার্ডের
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ইস্পাত নগরী দুর্গাপুরের বাসিন্দাদের সচেতন করার লক্ষ্যে অভিনব প্রচার দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের। সোমবার সকালে দুর্গাপুরের প্রান্তিকা সংলগ্ন পাঁচমাথা মোড়ে পথ চলতি মানুষদেরকে সচেতন করতে এই অভিনব উদ্যোগে সামিল হতে দেখা গেল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক ও পুলিশ কর্মীদের।
এদিন এই সচেতনতামূলক প্রচারে দেখা যায়, একজন পথচারী পথ দুর্ঘটনায় জখম হয়ে রাস্তায় পড়ে কাতরাচ্ছেন। অন্যদিকে, কয়েকজন সেখানে সেই জখম ব্যক্তিকে পাশে রেখে মোবাইলে সেলফি নিচ্ছেন। এই গোটা বিষয়টি সামনে রেখে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, “লাইফ ফার্স্ট, সেলফি লাস্ট”। অর্থাৎ আগে দুর্ঘটনা গ্রস্থ ব্যক্তির জীবন বাঁচান সেলফি পরে হবে।
রাস্তার যেখানে কোন দুর্ঘটনা দেখবেন, আগে সেই দুর্ঘটনায় জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। যখন ব্যক্তির জীবন বাঁচানোটা সমস্ত মানুষেরই প্রথম কর্তব্য। এক্ষেত্রে যিনি বা যারা এই কাজে এগিয়ে আসবেন, তাকে কোন সমস্যায় পড়তে হবেন না। এমন আইন সুপ্রিম কোর্ট করেছে। দুর্ঘটনায় জখম হওয়া ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলে, হাসপাতাল কর্তৃপক্ষ আপনার কাছে কোন রকমের টাকা চাইবে না। এমনকি আপনার পরিচয়ও জানতে চাইবে না।
এই ধরনের সচেতনতামুলক প্রচারের মাধ্যমে দূর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক বলেন, দুর্ঘটনায় পড়া ব্যক্তির জীবন আগে বাঁচানো অত্যন্ত জরুরী ও প্রাথমিক দায়িত্ব। সেলফিটা পড়ে নিলেও হবে। তাই দুর্ঘটনায় জখম ব্যক্তির সঙ্গে সেলফি আগে না নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা আগে করুন। তাকে বাঁচানোর ব্যবস্থা করুন।