ASANSOL

দূর্গাপুজোয় ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” র সচেতনতার প্রচার সেরা তিন কমিটিকে পুরষ্কার ট্রাফিক বিভাগের

 বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব ” দূর্গাপুজো”য় আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ বা গার্ডের তরফে আসানসোল ও দূর্গাপুরে ” সেফ ড্রাইভ সেভ লাইফ বা এসডিএসএল ” র সচেতনতামুলক প্রচারে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। মোট তিনটি ভাগে এই প্রচারাভিযান হয়। তারমধ্যে ” বেস্ট থিম অফ এসডিএসএল ” এ সেরা হয়েছে অন্ডালের কাজোড়া কোলিয়ারি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ” বেস্ট এ্যায়ারনেস ডিসপ্লে অফ এসডিএসএল ” এ সেরার পুরস্কার পেয়েছে দূর্গাপুরের বুদ্ধবিহার সার্বজনীন সম্মিলনী। একইভাবে ” বেস্ট এ্যায়ারনেস ক্যাম্পেন অফ এসডিএসএল” এ সেরা হয়েছে জামুড়িয়া শ্রীদূর্গা সেবা সমিতি।


মঙ্গলবার সকালে আসানসোলের বার্ণপুরে স্কবগেট সংলগ্ন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( ট্রাফিক) র কার্যালয়ে হওয়া এক অনুষ্ঠানে সেরা তিন পুজো কমিটির সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পুজো কমিটিগুলিকে ট্রফির পাশাপাশি নগদ টাকা পুরষ্কার দেওয়া পুলিশের তরফে।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ, এডিসিপি ( ট্রাফিক) প্রদীপ মন্ডল, এসিপি ( এপি)  অচিন্ত্য দে, ট্রাফিক ইন্সপেক্টর (১) সুদীপ ভট্টাচার্য, ট্রাফিক ইন্সপেক্টর (২) রানা অম্বিকা দত্ত সহ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সব ট্রাফিক গার্ডের ওসিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *