আসানসোলে নকল ওয়াটার পিউরিফায়ার বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ একটি নামী কোম্পানির নকল ওয়াটার পিউরিফায়ার বিক্রির অভিযোগ রবিবার একজনকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতর নাম অশোক কুন্ডু। রবিবার আসানসোল দক্ষিণ থানার মহিশীলা কলোনির শিমুলতলা এবং হিল ভিউ এলাকার দুটি জায়গায় অভিযান চালানো হয়। সেই অভিযান একজনকে গ্রেফতার করার পাশাপাশি নানা সামগ্রী বাজেয়াপ্ত করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
জানা গেছে, একটি নামী ওয়াটার পিউরিফায়ার কোম্পানি আধিকারিকদের তরফে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিলো। তাতে বলা হয়েছিলো যে আসানসোলের কিছু লোক তাদের কোম্পানির ওয়াটার পিউরিফায়ারের ডুপ্লিকেট বা নকল তৈরি করে বিক্রি করছে। এই অভিযোগ দায়ের হওয়ার পরেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারে, আসানসোলের মহিশীলা কলোনির শিমুলতলা ও হিল ভিউ পার্ক এলাকার মোট দুটি জায়গায় এই বেআইনি কার্যকলাপ চলছে।
রবিবার রাতে পুলিশ এই দুটি জায়গায় অভিযান চালায়। তাতে অশোক কুন্ডু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে জেরায় সদুত্তর দিতে না পারায়, তাকে গ্রেফতার করা হয়। এই অভিযানে পুলিশ ওয়াটার পিউরিফায়ার তৈরির জন্য প্রচুর পরিমাণে সামগ্রী বা উপকরণ বাজেয়াপ্ত করেছে। পুলিশের তরফে বলা হয়েছে , এই উপকরণগুলি নকল জল পরিশোধক বা ওয়াটার পিউরিফায়ার তৈরিতে ব্যবহার করা হচ্ছিলো।
এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, ধৃত ব্যক্তিকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, তার সঙ্গে এই কাজে কে বা কারা আছে।