তৃনমুলের গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ ৮ জনের নামে থানায় কয়লা চুরির অভিযোগ ইসিএলের
জামুড়িয়ায় কোলিয়ারি সাইডিংয়ে ট্রাক ঢুকিয়ে কয়লা চুরির ঘটনায় চাঞ্চল্য, গ্রেফতার চালক
বেঙ্গল মিরর, জামুড়িয়া, রানিগঞ্জ ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ায় ইসিএলের জেকে নগর কোলিয়ারির (আর) এমএস সেন্ট্রাল সাইডিংয়ের ভেতরে জোর করে ট্রাক ঢুকিয়ে পেলোডার দিয়ে প্রায় ৩০ টন কয়লা চুরির ঘটনা ঘটলো। এই ঘটনায় ইসিএলের জেকে নগর গ্রুপ অফ মাইন্সের এজেন্ট মনোজ কুমার রবিবার রাতে জামুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে যে ৮ জনের নাম বলা হয়েছে, তার মধ্যে রয়েছেন রানিগঞ্জ ব্লকের জেমারি গ্রাম পঞ্চায়েতের তৃনমুল কংগ্রেসের সদস্য কালিচরণ বাউরি। অভিযোগে যে ট্রাকটি সাইডিংয়ে ঢুকেছিলো, তার নম্বরও দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই কয়লা চুরির ঘটনায় শাসক দলের পঞ্চায়েত সদস্যর নাম জড়ানোয় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চরম অস্বস্তিতে শাসক দলের নেতৃত্ব।
এই ঘটনায় জামুরিয়া থানার পুলিশ চোরাই কয়লা সহ ট্রাকটি আটক করেছে। গ্রেফতার করা হয় ট্রাক চালক অশোক কুমারকে। বিহারের জামুইয়ের বাসিন্দা ধৃত চালককে পুলিশ সোমবার আসানসোল আদালতে পাঠায়। চালককে এই ঘটনায় আরো জিজ্ঞাসাবাদর জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে তার জামিন নাকচ করে আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তিনদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন ।
জামুড়িয়া থানায় ইসিএলের তরফে করা অভিযোগে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে জেকে নগর কোলিয়ারির (আর) এমএস সেন্ট্রাল সাইডিংয়ে গত ৩০ নভেম্বর রাতে দ্বিতীয় শিফটের সময়। তাতে আরো বলা হয়েছে, ঐ সাইডিংয়ে কর্মরত নিরাপত্তার দায়িত্বে থাকা এসএস দুসাদের অভিযোগ অনুসারে, সাইডিংয়ে একটি ট্রাক রাত ১১ টা ৫০ মিনিটে ঢুকছিলো। সেই সময় কর্তব্যরত নিরাপত্তারক্ষী অরূপ রাউত ওয়েব্রিজের গেটে সেটিকে থামিয়েছিলেন। তখন কালীচরণ বাউরির নেতৃত্বে আরো একজন জোর করে ট্রাকটিকে সেখানে ঢোকায় । তদন্তে জানা যায় যে একটি পেলোডার ব্যবহার করে অবৈধভাবে কয়লা লোড করা হয়েছিল ঐ ট্রাকে। তাদের আটকানোর চেষ্টা করা সত্ত্বেও তারা কিছুক্ষণের মধ্যে কয়লা লোড করে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাকটিকে পরে একটি কাছাকাছি এলাকায় পাওয়া যায়। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ তা আটক করে। এরপরে রাতে ইসিএলের যে কর্তব্যরত নিরাপত্তারক্ষী ও পেলোডারের দায়িত্বে যারা সেখানে সেই সময় ছিলেন তারা সহ মোট আটজনের নাম দিয়ে জামুড়িয়া থানায় অভিযোগ জানিয়ে পুরো বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। জানা গেছে, ইসিএলের করা অভিযোগে এই ৮ জনের মধ্যে রানিগঞ্জের জেমারি গ্রাম পঞ্চায়েতের তৃনমুল কংগ্রেসের সদস্য কালিচরণ বাউড়ির নামও আছে।
এই প্রসঙ্গে, সোমবার তৃণমূলের রানিগঞ্জের ব্লক সভাপতি দেবনারায়ন দাস বলেন, বিষয়টি আমি শুনেছি। সমস্ত ঘটনায় দলের উচ্চ মহল নজর রাখছে। আমি মনে করি আইন আইনের পথেই চলবে। কালীচরণ দোষী সাব্যস্ত হলে দল যথাযথ ব্যবস্থা নেবে। এ ধরনের কর্মকাণ্ডকে দল কখনোই প্রশ্রয় দেয় না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের পাশে দল কখনো দাঁড়াবে না।
অন্যদিকে, এই ঘটনা নিয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পুলিশ প্রায় ৩০ টন কয়লা সহ কয়লার ট্রাকটি আটক করেছে। একটি এফআইআর করে চালককে গ্রেফতার করা হয়েছে। সোমবার ঐ চালককে আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছিলো । আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তিনি আরো বলেন, ইতিমধ্যেই ইসিএলের তরফে ঐ ট্রাকের নম্বর দিয়ে জামুড়িয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগে কয়েকজনের নাম আছে। যারা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বলে ইসিএলের তরফে দাবি করা হয়েছে। প্রয়োজনে এদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশ আধিকারিক জানিয়েছেন।