লোন করে দেবার নামে প্রতারণা, প্রায় ১০০জন মহিলারা দ্বারস্থ হলো তৃণমূল নেতৃত্বের কাছে
বেঙ্গল মিরর,কাজল মিত্র:- মোটা অংকের লোন করে দেওয়ার নামে প্রতারণার শিকার সালানপুর ব্লকের প্রায় একশ জন মহিলা । অভিযোগ স্বামী ও স্ত্রী দুজনে মিলে বারাকর থেকে লোনের ব্যবস্থা করে দেবার নামে সালাপুর এলাকায় আসেন এবং প্রতারকরা নিজেদের এজেন্ট বলে প্রতারিত মহিলাদের কাছে তাঁদের পরিচয়পত্র সহ নথি নেই ।এরপরে বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্র লোন প্রদানকারী সংস্থায় দফায় দফায় মোটা অংকের টাকার লোন তুলে নেই প্রতারকরা এবং তাঁদেরকে মাত্র পাঁচ হাজার টাকা ধরিয়ে দেয়।এরপর ওই প্রতারকদের সাথে যোগাযোগ করলে তাঁদেরকে সমস্ত ব্যাপারটা অস্বীকার করেন।




এই বিষয় নিয়ে প্রতিরিত মহিলারা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দ্বারস্থ হয় এবং বিষয়টি নিয়ে সহযোগিতা করতে বলেন কারণ প্রতারিত মহিলারা গরিব দুস্থ।এই বিষয়ে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি ভোলা সিং বলেন বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করবো। এবং প্রতারকের আইনত ব্যবস্থা দাবি করেন কারণ প্রতারিত মহিলারা এলাকার গরিব দুস্থ তাই তারা সমস্যাতে পড়েছেন।তবে বিষয়টি নিয়ে প্রতারিতরা প্রতারকের নামে পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন তবে তারা এও জানান তারা লিখিত অভিযোগ করবেন।