ASANSOL

আসানসোলে আবারও পুকুর ভরাটের অভিযোগ, বিক্ষোভ মিছিল, জেলাশাসককে ডেপুটেশন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগম এলাকায় আবারও পুকুর ভরাট করার অভিযোগ উঠলো। এর প্রতিবাদে ও পুকুরকে ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় নামলেন আসানসোলের কুমারপুর গ্রামের মানুষেরা। কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির ডাকে শুক্রবার গ্রামের মানুষেরা গোবর্ধন মণ্ডল ও প্রিয়দ্বীপ মন্ডলের নেতৃত্বে কুমারপুর থেকে একটি বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিল সেনরেল রোড হয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কার্যালয়ের সামনে আসে। গ্রামের মানুষদের হাতে দাবি লেখা প্ল্যাকার্ড ছিলো। তারা বিক্ষোভ দেখান জেলাশাসকের কার্যালয়ে। পরে একটি ডেপুটেশনও দেওয়া হয়। 

তাদের অভিযোগ, জমি মাফিয়ারা আমাদের এলাকার পুকুর ভরাটের চেষ্টা করছে। এর আগে তার এলাকার পুকুর ছাড়াও নুনিয়া নদীর জল নিত্যদিনের কাজে ব্যবহার করা হতো। কুমারপুর মৌজায় জনসাধারণের ব্যবহারের জন্য একটি পুকুর রয়েছে।  যার আয়তন এক একর পাঁচ ভাগ। কয়েক বছর আগে বার্নপুরের ব্যবসায়ী কানহাইলাল শর্মা, শঙ্কর শর্মা ও আরও কয়েকজন মিলে ওই পুকুরের কিছু শেয়ার কিনেছিলেন। পরে পুকুরটি দেওয়াল দিয়ে ঘেরা হয়। এখন পুকুর ভরাটের চেষ্টা চলছে। আমাদের দাবি, জেলাশাসক গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করুন। গ্রামের মানুষদের ব্যবহার করা পুকুর ফিরিয়ে দেওয়া হোক।


এই বিষয়ে শঙ্করলাল শর্মা বলেন, আমরা জানি না যে এটি একটি পুকুর। সরকারি দলিল মোতাবেক ঐ জমি কিনেছিলাম। আমাদের কাছে সব বৈধ নথি আছে। কে কি দাবি করছে তাতে আমাদের কিছু যায় আসে না। কারোর কোনো আপত্তি ও অভিযোগ থাকলে তারা আদালতে যেতে পারেন।
গ্রামবাসীদের দাবি নিয়ে জেলাশাসক দপ্তর থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। গোটা বিষয়টি জেলা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হবে বলে অন্য একটি সূত্র থেকে জানা গেছে।


প্রসঙ্গতঃ, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরে পুকুর ভরাটের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট ও আসানসোল পুরনিগম। আসানসোলের একাধিক থানায় পুকুর ভরাট নিয়ে ১০ টিরও বেশি অভিযোগ আসানসোল পুরনিগমের তরফে করা হয়েছে। তার মধ্যে দুটি মামলায় আসানসোল উত্তর থানার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ গ্রেফতার করেছে আরো একজনকে। জানা গেছে, আসানসোল পুরনিগমের করা সবকটি অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সময় মতো অভিযুক্তদেরকে গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *