আসানসোল পুরনিগমের ৯৪ নং উন্নয়ন নিয়ে হিরাপুর থানা কৃষক সভার বিক্ষোভ, মেয়রকে স্মারকলিপি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের হিরাপুর থানা কৃষক সভার পক্ষ থেকে আসানসোল পুরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বুধবার এলাকার সামগ্রিক উন্নয়নের দাবিতে আসানসোল পুরনিগমে বিক্ষোভ দেখান। পরে কৃষক সভার এক প্রতিনিধি দল মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করে। তাদের কিছু সমস্যার বিষয়ে তারা মেয়রকে বলেন ও একটি স্মারকলিপি দেন। মেয়র তাদের সমস্যা ও অভাব অভিযোগ গুরুত্ব সহকারে শোনেন পরে তিনি আশ্বাস দিয়ে বলেন, তাদের সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা হবে।
এ বিষয়ে কৃষক সভা ও আসানসোল পুরনিগমের ৯৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের তরফে স্মারকলিপি দেওয়া ধর্মদাস মাঝি বলেন, ধেনুয়া এলাকায় আসানসোলের এক ব্যক্তি আদিবাসী সম্প্রদায়ের জমি দখল করে নিচ্ছেন। কেউ তাতে বাধা দিতে গেলে ঐ তার প্রভাব খাটিয়ে তাদের নামে মিথ্যে মামলা করে দিচ্ছেন। এই দখলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেও আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা আইনজীবী না পাওয়ায়, তার বিচার পাচ্ছেননা। এই বিষয়ে মেয়রের কাছে অভিযোগ জানানো হয়েছে। তিনি এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। এলাকায় পানীয়জলের সমস্যা রয়েছে। এই সমস্যা নিয়েও মেয়রের কাছে অনুরোধ করা হয়েছে।
নতুনডিহি ও তালকুড়ি এলাকায় নতুন করে পানীয়জল সরবরাহের প্রকল্প চালু করা হচ্ছে বলে মেয়র আমাদের জানিয়েছেন। মেয়র বলেছেন, যে পাইপলাইন বসানো হয়েছে, তা থেকে প্রতিটি ঘরে ঘরে পানীয়জল সরবরাহ করা হবে। নতুন এই প্রকল্পটি থেকে রাস্তার কল বসানো যাবে না। এই বিষয়ে মেয়র আমাদেরকে বলেছেন, এই এলাকায় অনেক লোক আছেন, যারা পানীয়জল নেওয়ার আবেদন করার জন্য যে টাকা দিতে হবে, তা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় যথেষ্ট। তাদের সমস্যা বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। মেয়র বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি আরো বলেন, রেলের পক্ষ থেকে এলাকায় একটি ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এলাকার লিংক রোড থেকে ওভার ব্রিজটি ১০০ ফুট দূরে রয়েছে। রেলের পক্ষ থেকে রাস্তা তৈরি করা হয় নি। এই বিষয়টিও বিবেচনা করা হবে বলে মেয়র জানান ও সেই রাস্তা নির্মাণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।