রোটারি ক্লাব অফ আসানসোলের সহযোগিতা ও এইচএলজি হাসপাতালের উদ্যোগ, দুঃস্থ পরিবারের ৪২ জনকে দেওয়া হলো শ্রবণ যন্ত্র
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোলের সেনরেল রোডের বেসরকারি এইচএলজি হাসপাতালে হওয়া এক অনুষ্ঠানে দুঃস্থ পরিবারের ৪২ জনকে শ্রবণ যন্ত্র দেওয়া হয়। এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস, এইচএলজি হাসপাতালের ডাইরেক্টর অভিষেক গুপ্ত, রোটারি ক্লাব অফ আসানসোলের চেয়ারম্যান অভয় জয়ন্ত প্রমুখ।
অনুষ্ঠানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইউনুস বলেন, এইচএলজি হাসপাতালের পক্ষ থেকে রোটারি ক্লাব অফ আসানসোলের সহায়তায় ৪২ জনকে শ্রবণযন্ত্র দেওয়া হয়েছে। যাদের শ্রবণ যন্ত্র কেনার মতো আর্থিক ক্ষমতা নেই, এমন পিছিয়ে পড়া পরিবারের তরফে স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করা হয়েছিলো। তা এই বেসরকারি হাসপাতালকে জানানো হলে, এই ৪২ জন তা দেওয়া হয়।
এই বিষয়ে হাসপাতালের ডাইরেক্টর অভিষেক গুপ্ত বলেন, এই ধরনের সামাজিক কাজ করা হয় সময়ে সময়ে। জেলার স্বাস্থ্য দপ্তর থেকে একটি আবেদন এসেছিল যাতে ৪২ জনকে শ্রবণ যন্ত্র দেওয়া হয় । সেই মতো রোটারি ক্লাব অফ আসানসোলের সহায়তায় এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। , তিনি বলেন যে সমাজের যে অংশটি অর্থনৈতিকভাবে সক্ষম নয় তাদের সরাসরি সুবিধা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান করা হবে।
রোটারি ক্লাব অফ আসানসোল চেয়ারম্যান অভয় জয়ন্ত বলেন, আমাদের সংগঠন সবসময় এই ধরনের সামাজিক কাজ করে থাকে। এই অনুষ্ঠানটি সরকারের সহযোগিতায় করা হয়েছে। যাতে এইচএলজি হাসপাতালেরও সহায়তা রয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতেও কোনো অসহায় মানুষের এ ধরনের কোনো কিছুর প্রয়োজন হলে তা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হবে।