PANDESWAR-ANDAL

ইসিএল আবাসনে বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকাতে

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়ালো এলাকাতে । শুক্রবার ঘটনাটি ঘটে লাউদোহা থানার বনগ্রাম নিউপিট কোলিয়ারির খনি আবাসনে । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
শুক্রবার সকালে দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানার বনগ্রাম নিউপিট কোলিয়ারির খনি আবাসন এলাকাতে লাগল বিধ্বংসী আগুন । এদিন বেলা সাড়ে দশটা নাগাদ আগুন লাগে । স্থানীয় সূত্রে জানা যায় খনি সংস্থা ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার নিউ পিক কোলিয়ারি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে । খনি শ্রমিকরা ছাড়াও সেই আবাসন গুলিতে বসবাস করে বহিরাগতরাও বলে স্থানীয় সূত্রে খবর ।

আবাসনের সামনে এক ব্যক্তির টায়ার মেরামতির দোকান রয়েছে । এদিন সেই দোকান থেকেই প্রথম আগুনের ধোয়া বের হতে দেখা যায় । পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আবাসনে । দ্রুত তা বিধ্বংসী আকার নেই । আগুনের শিখা আর কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা । ভয়ে আবাসন থেকে আবাসিকরা বেরিয়ে আসেন প্রাণ বাঁচাতে ।

গৃহস্থের জিনিসপত্র বাঁচাতে অনেকেই আবাসন থেকে জিনিসপত্র বের করে নেন । আবাসিক বিশাখা ডোম বলেন বাড়িতে রান্না করছিলাম হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে । প্রাণভয়ে আবাসিক রা বাঁচতে অনেকেই এলাকা ছাড়েন । স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান । কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে আসেনি । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় । দীর্ঘক্ষণের চেষ্টাই তারা আগুন নিয়ন্ত্রণে আনে । কি কারনে আগুন লাগলো তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান একদম কল আধিকারিক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *