আসানসোলে ২০২৫ কে স্বাগত জানাতে নানা রঙের অনুষ্ঠানের আয়োজন
সন্ধ্যে থেকে রাত পর্যন্ত চললো দেদার হৈ-হুল্লোড় ও নাচগান
বেঙ্গল মিরর, আসানসোল ও দূর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* ২০২৫ কে স্বাগত জানাতে মঙ্গলবার নানা রঙের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো আসানসোলে। সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত চললো দেদার হৈ-হুল্লোড়, নাচগান ও খানাপিনা আরো একটি নতুন বছর আসার আনন্দে।
আসানসোল ক্লাবে নতুন বছর ২০২৫ স্বাগত জানাতে মঙ্গলবার সন্ধ্যে এক রঙিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। ঘড়ির কাঁটা ঠিক যখন বারোটা তখন বাজনা ও রঙবেরঙ আলোর মধ্যে দিয়ে পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে আহ্বান জানান। একাধিক শিল্পী গান করেন সেই অনুষ্ঠানে। গভীর রাত পর্যন্ত ডিজে-র তালে নাচতে থাকেন ক্লাব সদস্য ও পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অমরজিৎ সিং ভারারা, সেক্রেটারি শোভন নারায়ণ বসু, শচীন রায়, আশিস প্যাটেল, মনীশ বাগাড়িয়া, ভিকি সাউ, গৌরী শঙ্কর আগরওয়াল সহ অন্যান্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় প্যানোরামা কান্ট্রি ক্লাব রিসোর্টেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। নতুন বছরকে স্বাগত জানাতে আসানসোল শহরের বিভিন্ন হোটেলেও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসানসোলের পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন জায়গায় নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষ্ঠান হয়। যেখানে গভীর রাত পর্যন্ত মানুষেরা ছিলেন।
এদিকে, নতুন বছরের একেবারে প্রথম দিন বুধবার সকাল থেকেই মাইথন সহ বিভিন্ন পিকনিক স্পটে মানুষের ঢল নামে। এদিন সকালে কল্যানেশ্বরী মন্দির, ঘাঘরবুড়ি মন্দির সহ একাধিক মন্দিরে প্রচুর মানুষ পুজো দেন।