কালচারাল এন্ড লিটেরারি ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগ, চারদিনের আসানসোল সাংস্কৃতিক উৎসব ও ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ কালচারাল এন্ড লিটেরারি ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগে ফেব্রুয়ারি মাসের শুরুতে হতে চলেছে চারদিনের আসানসোল সাংস্কৃতিক উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। বুধবার সকালে আসানসোলের জিটি রোডের গোধূলি মোড় সংলগ্ন আবাসন অফিসে এক সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি জানান ফোরামের সভাপতি তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এই সাংবাদিক সম্মেলনে দেবব্রত ঘোষ, বুম্বা মুখোপাধ্যায় সহ আবাসিক অফিসে সাংস্কৃতিক ও সাহিত্য ফোরামের পদাধিকারী, সদস্য, সাংস্কৃতিক ও সাহিত্য জগতের মানুষেরা উপস্থিত ছিলেন।
জিতেন্দ্র তেওয়ারি বলেন, চারদিনের আসানসোল সাংস্কৃতিক উৎসব আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আসানসোল রবীন্দ্র ভবনে এই সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করা হবে।




জিতেন্দ্র তেওয়ারি আরো বলেন, এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শিত হবেনা। তার কারণ হলো বর্তমানে ঐ দেশের যা পরিস্থিতি তাতে সেখানকার কোন সিনেমা না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চলচ্চিত্র উৎসবে পশ্চিম বর্ধমান জেলায় ডকুমেন্টারি ও শর্ট ফিল্ম করেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সবমিলিয়ে ১১টি ফিচার ফিল্ম প্রদর্শিত হবে সবমিলিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ৩৬/৩৭টির চলচ্চিত্র প্রদর্শিত হবে। রবীন্দ্র ভবনের বাইরে একটি মুক্ত মঞ্চ করা হবে। যেখানে এই অঞ্চলের শিল্পীদের একটি প্ল্যাটফর্ম দেওয়া হবে। যাতে তারা তাদের শিল্পী সত্তাকে মানুষের সামনে তুলে ধরতে পারেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র তিওয়ারি সহ অন্যান্যরা আসানসোল সাংস্কৃতিক উৎসব ও চলচ্চিত্র উৎসবের জন্য কালচারাল অ্যান্ড লিটারারি ফোরামের একটি পোস্টারের উন্মোচন করেন। ফোরামের তরফে জানানো হয়েছে, চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর হিসেবে থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক শীলা দত্ত। চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান হবেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিখ্যাত বাঙালি অভিনেত্রী মমতা শঙ্করকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। তিনি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনও করবেন মমতা শঙ্কর। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রয়াত তপন সিনহার শতবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানানো হবে।
একইভাবে এই উৎসবে সম্প্রতি প্রয়াত অভিনেতা মনোজ মিত্রকেও শ্রদ্ধা জানানো হবে বলে জানানো হয়েছে। ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম ছবি হিসেবে দেখানো হবে তপন সিনহার বিখ্যাত ছবি ” গল্প হলেও সত্যি “। তিনি জানান যে শুধু ফিল্ম ফেস্টিভ্যালই নয়, অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যালের মতো আসানসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও একটি মাস্টার ক্লাসের আয়োজন করা হবে। যেখানে ফিল্ম প্রোডাকশন সংক্রান্ত বিশেষজ্ঞরা নতুন ফিল্ম মেকারদের ফিল্ম প্রোডাকশন সম্পর্কে অবহিত করবেন। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটও এই পুরো ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত থাকবেন এবং ফিল্ম ফেস্টিভ্যালের চার দিন আসানসোলে থাকবেন এবং সেখান থেকে ডকুমেন্টারি শর্ট ফিল্ম দেখানো হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফিচার ফিল্ম প্রদর্শিত হবে।