দূর্গাপুরের বন্ধ কারখানার আবাসন থেকে দুই কর্মীর দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বন্ধ কারখানার ভেতরে কর্মী আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার হলো দুই কর্মীর মৃতদেহ। রবিবার ভিন রাজ্যের বাসিন্দা ঐ দুই কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্পতালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ।
বন্ধ বেসরকারি কারখানার ভেতর থেকে উদ্ধার দুই কর্মীর নাম ত্রিভূবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা। এই দুই কর্মী উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।




চলতি জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে এই দূর্গাপুরের বামুনারা শিল্প তালুকের এই বেসরকারি কারখানা বন্ধ রয়েছে। এই কর্মীরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরের আবাসনে থাকতেন। রবিবার সকালে এই দুই কর্মীর গ্রামের এক আত্মীয় তাদেরকে ডাকতে আসেন। ডাকাডাকি করার পর দরজা না খোলায়, দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরেই বিছানায় পড়ে রয়েছে দুই কর্মী। কাঁকসা থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তর জন্য পাঠায়।
কারখানার কর্মী জানিয়েছেন, এই কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আছে। সকলেই আবাসনে ছিলো। রাতে ঘরে আগুন জ্বালানো হয়েছিল। সেই আগুনের ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড গ্যাস বেরিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে।
পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঠিক কি কারণে এই দুজনের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট না পেলে বলা যাবে না। আপাততঃ দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।