আসানসোল পৌর নিগমের নবনির্মিত মা কল্যানেশ্বরী অতিথি নিবাসের উদ্বোধন
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- বহু প্রতীক্ষার পর আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে মা কল্যানেশ্বরী মন্দির সংলগ্ন নবনির্মিত মা কল্যানেশ্বরী অতিথি নিবাস এর সোমবার দিন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেল ।যে শুভ উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।এছাড়া উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আরো অনেকে।এদিন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান এই অঞ্চলটি মা কল্যাণেশ্বরী মায়ের স্থান হওয়ার ফলে বহুদূর দুরান্ত থেকে পর্যটক ঘুরতে আসে তাছাড়া সামনেই রয়েছে মাইথন জলাধার যার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতো বহু পর্যটক আসে।




এই জমিটি দীর্ঘদিন ধরে খালি পড়েছিল। তাই আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এই খালি জায়গায় পিপি মডেলের একটি অতিথি নিবাস তৈরী করা হয়েছে।যা
পর্যটকদের সাথে সাথে এলাকার মানুষদের ও অনেক কাজে লাগবে যেমন
সাধারণ মানুষের বিয়ে বাড়ি বা যেকোনো অনুষ্ঠানে এই অতিথি ইউনিভার্স স্বল্প খরচে পেয়ে যাবেন। আসানসোল পৌরনিগমের ।তবে এই অতিথি নিবাসটি স্থানীয় এক ব্যবসায়ী রামচন্দ্র সাউ কে আসানসোল পৌর নিগামের পক্ষ থেকে ৪০বছরের জন্য লিজ দেওয়া হয়েছে।