৮২টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিল জামুড়িয়া থানা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : জামুরিয়া এলাকায় বিগত সময়ে বিভিন্নভাবে খোয়া যাওয়া ৮২টি মোবাইল ফোন এবার তাদের প্রকৃত মালিক কে বিভিন্ন নথি লক্ষ্য করে তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন। সোমবার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা আগত মোবাইল প্রাপকদের মোবাইলগুলিকে আগামীতে সযত্নে রাখার অনুরোধ জানালেন।




এদিন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস তার বক্তব্যে দাবি করেন এখনকার যে মোবাইল ফোন রয়েছে সেগুলি মানুষজনের একটি একটি তথ্যের ভান্ডার এটি শুধুমাত্র ফোন করার ডিভাইস নয় এর মধ্যে একজন ব্যক্তির তার সকল তথ্য নথি ও ব্যক্তিগত ছবি সব ভর্তি হয়ে থাকে, তাই এই মোবাইল ফোনকে খুবই সযত্নে রাখার অনুরোধ জানান ডিসিপি। জানা গেছে জামুরিয়া এলাকা থেকে বিভিন্ন সময়ে যে সকল মোবাইল ফোনগুলি খোয়া গেছিল সেই সকল মোবাইল ফোন গুলিকেই উদ্ধার করে কুত্তা সেই সকল মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
মূলত এদিন ফিরে পাওয়া নামক কর্মসূচির এই মোবাইল গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য গত ছয় মাস আগে জামুড়িয়া এলাকা থেকে বিভিন্নভাবে খোয়া যাওয়া ১০০ টির মত মোবাইল ফোনের নাম্বারের তথ্য ধরে তা কোন কোন এলাকায় রয়েছে সে সকল বিষয়গুলি সনাক্ত করে উদ্ধার করার পর সে সময় সকল মোবাইল গ্রাহকদের মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছিল। আর এবার বছরের শুরুতেই সকলের মুখে হাসি ফোটানোর জন্য পুলিশ প্রশাসন তার হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার লোককে নিল বিশেষ উদ্যোগ। এদিন মোবাইল সংগ্রহ করতে আসা সকল মোবাইল মালিক তার হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে সম্ভবত খুশি। বছরের শুরুতেই এভাবে হারিয়ে যাওয়া মোবাইল যে তারা ফিরে পাবে তা কখনোই ভেবে উঠতে পারেনি বলেই দাবি করেছেন অনেকে।