ASANSOL

আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগ, প্রয়াত ব্যবসায়ী ও সমাজসেবীর স্মরণে ম্যারাথন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বৃহস্পতিবার প্রয়াত ব্যবসায়ী ও সমাজসেবী সুব্রত ওরফে বুলু চ্যাটার্জির স্মরণে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল। এই ম্যারাথনের স্লোগান ছিল ” রান ফর হেলদি লাইফ স্টাইল ” । বৃহস্পতিবার সকালে তিন শতাধিক প্রতিযোগী নিয়ে আসানসোল শহরের জিটি ভগৎ সিং মোড় থেকে এই ম্যারাথন শুরু হয়। আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ (ক্রীড়া ও সংস্কৃতি) গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বা ফসবেকির সাধারণ সম্পাদক শচীন রায় সবুজ পতাকা দেখিয়ে এই ম্যারাথনের সূচনা করেন।

সাড়ে পাঁচ কিলোমিটার দৌড় শেষ হয় শহরের জিটি রোডের রামবন্ধু তলাওয়ে পিসি চ্যাটার্জি মার্কেটে। এই ম্যারাথনে ১৭ বছরের কম বয়সী ছেলেদের বিভাগে প্রিন্স রবিদাস, প্রাঞ্জল হাজরা, দেবদীর্ণ পাল, মেয়েদের বিভাগে শ্রেয়সী সাঁতরা, জ্যোতি কুমারী, তানিয়া সেন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। একইভাবে ১৭ বছরের উপরে পুরুষদের বিভাগে বিক্রম বাউরি, আশিস কুমার, সোমনাথ বাদ্যকর, মহিলাদের বিভাগে , রাই বাউরি, রঞ্জিত কৌর, অহনা রাঠোর যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। ম্যারাথন শেষে এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , বুলু চ্যাটার্জির স্ত্রী ঝুমা চ্যাটার্জি, ছেলে শঙ্কর চ্যাটার্জি, আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গৌরী শঙ্কর আগরওয়াল, সেক্রেটারি বিনোদ রাহুল গুপ্ত, প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ছিল ছিলেন সতপাল সিং কির, মনোজ সাহা, স্বপন চৌধুরী, শ্রবণ আগরওয়াল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *