রেলের উচ্ছেদ অভিযানে বাধা, উত্তেজনা
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ে পিছু হাঁটলো রেল । অন্ডাল রেল স্টেশন সংলগ্ন পোস্ট অফিস মোড়ের ঘটনা । পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না হুমকি ব্যবসায়ীদের ।
অন্ডাল স্টেশন ও সংলগ্ন রেলের জমিতে প্রায় সাড়ে পাঁচশোর বেশি দোকান রয়েছে । ২০-২৫ বছর ধরে দোকান করে সংসার চালান দোকানিরা । কয়েক বছর আগে দোকানগুলি উচ্ছেদের উদ্যোগ নিয়েছিল রেল, কিন্তু স্থানীয়দের বাধায় সে কাজ সম্পন্ন হয়নি । সম্প্রতি সেই জমিতে একটি বড় হাব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রেল ।




তাই চলতি মাসের ২০ তারিখ রেলের জমি ফাঁকা করার জন্য দোকানদারদের স্বেচ্ছায় উঠে যাওয়ার বিজ্ঞপ্তি জারি করে । সময়সীমা দেওয়া হয় ২৭ তারিখ পর্যন্ত । সোমবার সেই সময়সীমা শেষ হয়, মঙ্গলবার উচ্ছেদ করতে বুলডোজার নিয়ে হাজির হয় রেল আধিকারিকেরা । উল্টোদিকে সংগঠিত হয়ে পোস্ট অফিস মোড়ে জমায়েত হয় ব্যবসায়ীরা । তাদের সঙ্গ দেয় স্থানীয় মানুষজনও । পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করার চেষ্টা করে আধিকারিকেরা । কিন্তু শুরুতেই তাদের বাঁধার সম্মুখীন হতে হয় । বুলডোজার সহ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ শুরু করে ব্যবসায়ীরা । মুহূর্তে এলাকায় তৈরি হয় উত্তেজনা ।
রেল আধিকারিকেরা ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে । দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ । বাধার কারণে এদিন উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয় বলে রেলসুত্রে খবর ।
ব্যবসায়ীদের পক্ষে দিলীপ মাজি বলেন ২০-২৫ বছর ধরে এখানে ব্যবসা করছি । এখানে দোকানের রোজগারে পরিবারের চলে । কখনো আমাদের উঠে যেতে বলা হয়নি । হঠাৎ করে উঠে যেতে বললে পরিবার নিয়ে অথৈ জলে পড়বে ব্যবসায়ীরা । তবে উপযুক্ত পুনর্বাসন দিলে ব্যবসায়ীরা উঠে যেতে রাজি আছে বলে জানান দিলীপবাবু । অন্যদিকে অন্ডাল স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্তোষ কুমার বলেন বাধার কথা শীর্ষ আধিকারিকদের জানানো হয়েছে । উপর থেকে যেরকম নির্দেশ আসবে, সেই মত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি ।