সেল আইএসপির সিএসআরে কুলটির লছিপুরে কমিউনিটি সেন্টার
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ বার্নপুর ইস্কো কারখানা বা সেল আইএসপির সিএসআর বা কর্পোরেট সোশাল রেসপনসেবলিটি” র অধীনে আসানসোলের কুলটি থানার লছিপুরে তৈরি হলো কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি সেন্টার বা কেন্দ্রটি সেল আইএসপি নিয়ামতপুরের লছিপুরের যৌন পল্লীর স্থানীয় শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার সুবিধার্থে নির্মাণ করেছে।




বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সেল আইএসপির সিজিএম ( টাউন সার্ভিস ও সিএসআর) বিনোদ কুমার ফলক উন্মোচন করে এই কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন। এছাড়াও ছিলেন সহকারী সিজিএম দীনেশ কুমার, সামাজিক সংগঠন ফিড” র প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর কুন্ডু, দূর্বার মহিলা সমিতির মর্জিনা শেখ, বোরো চেয়ারম্যান রবি লাল টুডু, কাউন্সিলর জাকির হুসেন সহ অন্যান্যরা। বলা হয়েছে, এই কমিউনিটি সেন্টার থেকে এলাকার শিশুদের বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার সুবিধা দেওয়া হবে।
প্রসঙ্গতঃ, চন্দ্রশেখর কুণ্ডুর নেতৃত্বে করোনার সময় থেকেই ফিড এখানে কেন্দ্রটি পরিচালনা করছে। এই কমিউনিটি সেন্টারটি নির্মাণের ফলে তাদের অনেক সুবিধা হবে চন্দ্রশেখরবাবু জানিয়েছেন।