আসানসোল পুরনিগমের তরফে প্রয়াত কংগ্রেস কাউন্সিলর গোলাম সরবরকে শেষ শ্রদ্ধা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ কংগ্রেস নেতা তথা আসানসোল পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সরবর রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। মঙ্গলবার আসানসোল পুরনিগমের পক্ষ থেকে গোলাম সরবরকে শেষ শ্রদ্ধা জানাতে আশুতোষ হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, দিব্যেন্দু ভগত সহ বিভিন্ন দলের কাউন্সিলর, আসানসোল পুরনিগমের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই গোলাম সরবরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এই অনুষ্ঠানে বিধান উপাধ্যায় বলেন, কংগ্রেস কাউন্সিলর গোলাম সরবর রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এমন একটা সময়ে তার মৃত্যু আসানসোল পুরনিগমের জন্য বিরাট ক্ষতি। কারণ বিরোধী দলের কাউন্সিলর হলেও তিনি সবসময় আসানসোল পুর এলাকার উন্নয়নের জন্য খুব ভালো পরামর্শ দিতেন। তা সে বোর্ড মিটিং হোক বা অন্য কোনও মিটিং হোক না কেন। তিনি সব সময় স্পষ্টভাষী ছিলেন। তিনি এমনভাবে তার মতামত তুলে ধরতেন যা বাস্তবায়িত হলে আসানসোল পৌর কর্পোরেশন এলাকা উপকৃত হত।
তিনি আরো বলেন, গোলাম সরবরের আকস্মিক মৃত্যুতে এদিন আসানসোল পুরনিগমে অর্ধদিবস ছুটি দেওয়া হয়েছে। অমরনাথ চট্টোপাধ্যায় গোলাম সরবরকে শ্রদ্ধা জানিয়ে বলেন, যদিও তিনি অন্য দল থেকে নির্বাচিত হয়েছিলেন, তবুও তার সংগ্রাম ও রাজনৈতিক জীবন সকলের জানা। তিনি বলেন, রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, কিন্তু আসানসোল পুর এলাকার উন্নয়নের জন্য গোলাম সরবর সময়ে সময়ে বোর্ড বৈঠকে পরামর্শ দিয়েছেন। সেদিক থেকে তার চলে যাওয়া আসানসোল পুরনিগমের জন্য একটা বিরাট ক্ষতি।