দুর্গাপুরে অবৈধ দখলদার উচ্ছেদে নামলো ডিএসপি
বেঙ্গল মিরর দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ইস্পাত নগরীতে অবৈধ দখলদার উচ্ছেদে নামলো দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপি কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালায় দুর্গাপুরের মেনগেট এলাকায়। এদিনের এই উচ্ছেদ অভিযানে মেনগেট এলাকায় উড়ালপুলের নিচে যে সমস্ত দোকানপাট ছিলো, সেগুলো উচ্ছেদ করা হয়। এই সমস্ত দোকানদারদের বেশ কিছুদিন আগে নোটিশ দেওয়া হয়েছিল কারখানা কতৃপক্ষের তরফে। এই জায়গায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ উড়ালপুলের নিচে ফ্রী পার্কিং জোন করবে বলে ঠিক করেছে।




তাই উড়ালপুলের নিচে থাকা দোকানগুলোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্গাপুর ইস্পাত কারখানার জায়গায় মেন গেট এলাকায় দোকান করে ব্যবসা করছিলেন অনেক মানুষ। এদিন তাদের দোকানগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এদিনের এই উচ্ছেদ অভিযান নির্বিঘ্নে করতে দুর্গাপুর ইস্পাত কারখানা কতৃপক্ষ এলাকায় সিআইএসএফ বাহিনী মোতায়েন করেছিলো।
এদিনের উচ্ছেদ অভিযান ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।