PANDESWAR-ANDAL

কয়লা পাচার বন্ধ সহ একাধিক দাবিতে থানায় ডেপুটেশন দিল সিপিআইএম

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : কয়লা পাচার বন্ধে পদক্ষেপ সহ মোট ১১ দফা দাবিতে রবিবার অন্ডাল থানায় ডেপুটেশন দিল সিপিআইএম । ডেপুটেশন দেওয়া হয় থানার আধিকারিক এর হাতে । এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হন সিপিআইএম নেতৃত্ব ।
কয়লা পাচার বন্ধ, এলাকায় অসামাজিক কার্যকলাপ রুখতে পদক্ষেপ, সাট্টা, জুয়ো, অনলাইন লটারি বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা, রেলের জমিতে উচ্ছেদের বিরুদ্ধে পুলিশের হস্তক্ষেপ সহ মোট ১১ দফা দাবিতে রবিবার অন্ডাল থানায় বিক্ষোভ কর্মসূচি করে সিপিআইএমের দামোদর অজয় লোকাল কমিটি । ১১ টা থেকে বিক্ষোভ শুরু হয়, চলে প্রায় ঘন্টাখানেক । এরপর থানার আধিকারিক এর হাতে বিক্ষোভকারীদের প্রতিনিধিরা স্মারকলিপি তুলে দেন ।

এরিয়া কমিটির সম্পাদক অঞ্জন বকশি বলেন এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলছে ।‌ পুলিশের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে না । এতে দুষ্কৃতিদের মনোবল বাড়ছে । উক্ত দাবিগুলির তদন্ত ও পদক্ষেপ নেওয়ার জন্য আধিকারিককে বলা হয়েছে । এরপরও পুলিশ নিষ্ক্রিয় থাকলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান অঞ্জন বাবু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *