ASANSOL

” বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড ” পেলেন আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা তথা পার্বতী এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান শচীন রায়কে ” বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড” দেওয়া হলো। শনিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি মিডিয়া হাউস আয়োজিত এক অনুষ্ঠানে শচীন রায়কে ” বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্স ২০২৫” সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে শচীন রায়ের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে সম্মানিত করা হয় গায়ক ইমন চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য প্রমুখকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ (গায়ক) ও শান্ত মিত্র (কোচ,বর্তমান বাংলা ফুটবল দলের কোচ)।
এই প্রসঙ্গে শচীন রায় বলেন, এইরকম গুণীজনদের মধ্যে আমি স্থান পাওয়ার জন্য গর্ব বোধ করছি ।
আপনারা আশীর্বাদ করুন, যাতে আমি শিক্ষার বিস্তারের জন্য ও দুঃস্থ মানুষের সাহায্যের জন্য আরো বেশি কাজ করে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *