মহাকুম্ভ যাওয়ার পথে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ট্রাকের পেছনে ধাক্কা বাসের, আহত পূর্ব মেদিনীপুরের ১৫ জন
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আবারও মহাকুম্ভ যাওয়ায় পথে দুর্ঘটনায় পড়লো পূর্ণ্যার্থীদের একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাড়িয়ে থাকা ট্রেলারের পেছনে ধাক্কা মারলো মহাকুম্ভ গামী বাস। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন পূর্ণ্যার্থী। মঙ্গলবার সকালে আসানসোলের কুলটি থানার ১৯ নম্বর জাতীয় সড়কের বাংলা ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ডুবুরডিহি চেকপোষ্টের কাছে এই ঘটনাটি ঘটেছে।




পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত এগারোটার সময় একটি বাস পূর্ব মেদিনীপুর জেলার এগরার পাহাড়পুর থেকে প্রয়াগরাজে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে আসানসোলের কুলটি থানার ১৯ নং জাতীয় সড়কের বাংলা ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ডুবুরডিহি চেকপোষ্টে দাড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে বাসটি ধাক্কা মারে। এই ঘটনায় প্রায় ১৫ জন পূর্ণ্যার্থী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ আসে। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ বাসটিকে আটক করেছে।
এই ঘটনায় আহত হওয়া দুই যাত্রী সঞ্জয় রায় ও রবীন কর বলেন, আমাদের বাসের পূর্ব মেদিনীপুরের এগরা থেকে সোমবার বিকেল তিনটের সময় ছাড়ার কথা ছিলো। কিন্তু সেই বাস ছাড়ে রাত এগারোটার সময়। পরে আমরা বুঝতে পারি বাসের চালক ও খালাসি মদ্যপ অবস্থায় আছে। খুব জোরে বাস চালাচ্ছিলো। আমরা বারবার জোরে বাস না চালাতে চালককে বলছিলাম। কিন্তু সে শোনেনি। রাস্তায় বাসটা তিনটে ঘটনা ঘটায়। দুটো মোটরবাইক ও একটা বাসে ধাক্কা মারে। শেষ পর্যন্ত ব্রেক ফেল হয়ে যাওয়ায় এখানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তায় থাকা ড্রামে ও পরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। তারা বলেন, সবমিলিয়ে ১৫ জন আহত হয়েছি।
পুলিশ জানায়, বাসটিকে আটক করা হয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।