RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে শুরু হল লিগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্ট

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী , রানীগঞ্জ : দীর্ঘ ১২ বছর পর এবার ফের রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে শুরু হল লিগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্ট। রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত, এদিনের এই উদ্বোধনী খেলায়, মুখোমুখি হয়, রাণীগঞ্জ কোচিং ক্যাম্প বনাম রানীগঞ্জ বাবুপুর ফুটবল দল। বৃহস্পতিবার যার প্রথম পর্যায়ের এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলার দ্বিতীয়ার্ধে একটি গোল করে জয় নিজেদের দখলের আগে রাখে রানীগঞ্জ কোচিং ক্যাম্প। জানা গেছে এই খেলায় মোট ১৮ টি দল অংশগ্রহণ করবে, যার সমস্তটায় এই খনি অঞ্চলের ফুটবল দল রয়েছে। বৃহস্পতিবারের এই উদ্বোধনী খেলায় উদ্বোধন পর্বে হাজির হন রানীগঞ্জের বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন ফুটবলে কিক মেরে, বেলুন উড়িয়ে খেলার উদ্বোধনী পর্ব শুরু করেন।

এই খেলায় তার সাথেই উপস্থিত থাকতে দেখা যায়, এই সংস্থার সভাপতি তথা, রানীগঞ্জের বরো দপ্তরের চেয়ারম্যান, মোজাম্মেল শাহজাদা, আসানসোল কর্পোরেশনের শিক্ষা বিভাগের মেয়র ইন কাউন্সিল সুব্রত অধিকারী, সংস্থার সম্পাদক স্বপন কুমার আচার্য প্রমূখকে। জানা গেছে এই ফুটবল খেলা গুলি আগামী দু মাস ধরে রানীগঞ্জের তিনটি পৃথক ময়দানে অনুষ্ঠিত হবে। যার চূড়ান্ত পর্যায়ের খেলাটি সম্পন্ন হবে চলতি বছরের তেইশে নভেম্বর রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে। বৃহস্পতিবারের এই খেলাটির পরিচালনা করেন রানীগঞ্জ রেফারিজ এসোসিয়েশনের রেফারিগণ, খেলায় ম্যাচ কমিশনারের দায়িত্বে ছিলেন গোপাল দত্ত।

Leave a Reply