দুর্গাপুরে কারখানায় ট্রান্সফরমার ব্লাস্ট, মৃত ১ কর্মী, জখম দুই
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur News Updates ) ট্রান্সফরমার ব্লাস্ট করে বা ফেটে ঝলসে মৃত্যু হলো ১ অস্থায়ী ঠিকা কর্মীর। এই ঘটনায় জখম হয়েছে আরো ২ জন ঠিকা কর্মীর। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেসরকারি কার্বন তৈরির কারখানার পাওয়ার প্লান্টে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। মৃত ঠিকা কর্মীর নাম সাধন বাউরি (৪৯)। সে দুর্গাপুরের কোকওভেন থানার কালীপুরের বাসিন্দা। জখম দুই ঠিকা কর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।




জানা গেছে, সোমবার সকাল থেকে অন্যান্য দিনের মতোই দুর্গাপুরের ঐ বেসরকারি কার্বন কারখানার পাওয়ার প্লান্টে কাজে করছিলেন সাধন বাউরি সহ অন্য ঠিকা কর্মীরা। দুপুরে হঠাৎ করে কারখানার পাওয়ার প্ল্যান্টে একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে। তাতে ঝলসে যায় সাধন বাউরি ও তার দুই সহকর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাধনের। সাধনের দুই সহকর্মী জখম হয়। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কারখানার কর্মী মহলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। আসেন রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতারা। তারা গোটা বিষয়টি নিয়ে কারখানা কতৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে শ্রমিক সংগঠনের নেতৃত্ব জানান, কারখানা কতৃপক্ষ মৃত কর্মীর পরিবারের একজনকে চাকরি ও আর্থিক ক্ষতি পূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। বাকি দুই কর্মীর জখম অতোটা গুরুতর নয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনার পরে ঐ কারখানার কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্ব জানান, এই বিষয়টি নিয়ে নতুন করে কারখানা কতৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। তবে আমরা যতদূর জানি এই কারখানার কর্মীদের নিরাপত্তা আছে। তবু্ও কেন এই ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা হবে।
কারখানা কতৃপক্ষ অবশ্য এই নিয়ে কোন কথা বলতে চায়নি। তারা শুধু জানায়, একটা ঘটনা ঘটেছে।