DURGAPUR

ইংরেজি মাধ্যম স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ, ফি বৃদ্ধির প্রতিবাদ

বেঙ্গল মিরর, দুর্গাপুর, চরণ মুখার্জি/ রাজা বন্দোপাধ্যায়ঃ* স্কুলে পড়ুয়াদের ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকেরা বিক্ষোভ দেখালেন দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের বিধান নগরে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বর ও সংলগ্ন এলাকায়। হঠাৎ করে ফি বৃদ্ধির কারণে ক্ষোভ সৃষ্টি হয় অভিভাবকদের মধ্যে। এরফলে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ঐ স্কুল কর্তৃপক্ষ। সমস্যায় কথা জানিয়ে অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে গেটে বন্ধ করে রাখা হয়। বিক্ষুব্ধ হয়ে পড়া অভিভাবকরা স্কুল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন।

তাদের দাবি হঠাৎ করে স্কুল ফি বৃদ্ধির কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে আমাদেরকে। অভিভাবকদের তরফে নবনীতা বসু ও অনিকেত মুখোপাধ্যায় বলেন, আমরা সকাল থেকে স্কুল কতৃপক্ষের সঙ্গে এই ব্যাপারে কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু স্কুল কতৃপক্ষ কথা বলতে আসছে না। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। বিক্ষোভের খবর পেয়ে নিউটাউন শিপ থানার পুলিশ এলাকায় আসে ও পরিস্থিতি সামাল দেয়।
যদিও স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি। একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও কোন কথা বলতে চায়নি স্কুল কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *