আসানসোলে ভোররাতে দোকানে আগুন, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোলের এসবি গরাই রোডে একটি তরমুজের দোকানে আগুন লাগার ঘটনা ঘটলো। বুধবার ভোররাত চারটে নাগাদ এই আগুন লাগার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকার বাসিন্দারা বালতি দিয়ে জল ঢেলে সেই আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর পেয়ে আসানসোলের দমকল স্টেশন থেকে একটি ইঞ্জিন নিয়ে এলাকায় আসেন দমকলকর্মীরা। তারা বেশ কিছুক্ষনের চেষ্টায় সেই আগুন নেভাতে সক্ষম হন। এই আগুনের ঘটনায় অনেক তরমুজ পুড়ে নষ্ট হওয়ায় রবি সাউ নামে ঐ দোকান মালিককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।




এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মহঃ আমানউল্লাহ খান বলেন, এদিন ভোর চারটে নাগাদ এই তরমুজের দোকানে আগুন লাগে। কোন ভাবে শট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। দোকানের মালিক রবি সাউ মঙ্গলবারই একটি পিকআপ ভ্যানে প্রচুর পরিমাণে তরমুজ দোকানে এনে রেখেছিলেন। সব তরমুজ আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, আসানসোল দমকল স্টেশনের অফিসার তাপস ঘোষ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে পৌঁছাই। বেশ কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মনে হচ্ছে কোনভাবে শট সার্কিট থেকে এই দোকানে আগুন লেগেছে।