দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ে সামনে বিক্ষোভ, পুলিশের সাথে বচসা, উত্তেজনা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : দূষণের প্রতিবাদে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে নেমে পুলিশের সাথে বচসা। তারপরেই দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রবজ্যোতি মুখোপাধ্যায় সহ বিক্ষোভকারীদের আটক করলো দুর্গাপুর থানার পুলিশ। চরম উত্তেজনা।




দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের অভিযোগ, অন্ডালের ডিভিসির ছায়ে ঢাকছে গোপালমাঠ এলাকা। এছাড়াও গোপাল মাঠ সংলগ্ন একটি সিমেন্ট কারখানার ধোঁয়াতেও গোটা এলাকার মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে ।
একাধিকবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের কাছে অভিযোগ জানানোর পরেও কোন কাজ হয়নি। তারই প্রতিবাদে বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুরের কার্যালয়ের সামনে বিক্ষোভে নেমেছিলাম। পুলিশ কারখানাগুলির কাছে বিক্রি হয়ে গেছে। তাই পুলিশ আমাদের অবস্থান বিক্ষোভ তুলে দিল। আমাদের জোর করে আটক করে নিলো। কিন্তু আমাদের কেউ থামাতে পারবেনা।