BARABANI-SALANPUR-CHITTARANJAN

মেলাকলাতে রাস্তার শিল্যানাস

বেঙ্গল মিরর, কাজল মিত্র:-“পথশ্রী রাস্তা প্রকল্পে” পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আসানসোলের সালানপুর ব্লকের মেলাকলা আশ্রমের সামনে থেকে সীতারামপুর রাস্তার সামডি রোড সংযোগস্থল পর্যন্ত রাস্তার মেরামতীকরণ কাজের শিল্যানাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান।এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের শুভ শিল্যানাস করা হয়।

এই রাস্তাটি জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ৭২ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হবে রাস্তাটি।রাস্তায় চওড়া করন,রাস্তার গার্ডওয়েল তৈরী করা হবে বলে জানান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা বেবী মণ্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সমাজসেবী ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত প্রধান দীপিকা বাউরি সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *