নকল ওষুধ থেকে সাবধান করতে সচেতনতার প্রচার, আসানসোলে পথসভা বেঙ্গল কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বেশ কিছুদিন ধরেই আসানসোল শহরের বিভিন্ন এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগ উঠছিল। চিকিৎসকরাও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফে রবিবার আসানসোল জেলা হাসপাতালের মোড়ে সচেতনতার জন্য একটি পথসভার আয়োজন করা হয়েছিল। অ্যাসোসিয়েশনের তরফে অমিত রায় বলেন, দিল্লি, ঝাড়খণ্ড, বিহারের মতো রাজ্য থেকে বাংলায় আসছে নকল ওষুধ। বাংলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে সেই নকল ওষুধ। ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়ের নামে এইসব নকল ওষুধ বিক্রি হচ্ছে।




তিনি এদিনের পথসভা থেকে সাধারণ মানুষদেরকে এই ছাড় বা ডিসকাউন্টের পিছনে না দৌড়ানোর পরামর্শ দেন। তিনি শুধুমাত্র আসল ওষুধ কেনার আহ্বান জানান। কারণ নকল ওষুধ সঠিকভাবে রোগ নিরাময় করতে না পারলেও শরীরের অনেক ক্ষতিও করে। ওষুধের পাইকারি বিক্রেতারা সর্বোচ্চ মার্জিন পান ৮ শতাংশ ও খুচরা বিক্রেতারা ১৬ শতাংশ পান। এমন পরিস্থিতিতে একটি ওষুধের দোকান কিভাবে ৮০ শতাংশ ছাড় দিতে পারে? এটা তো ঐসব দোকানদেরকে গ্রাহকদের জিজ্ঞাসা করা প্রয়োজন। তবে তো তারা বুঝতে পারবেন। তিনি সাধারণ মানুষদেরকে খোলা খুচরো দোকান থেকে ওষুধ কেনার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, ওষুধের কিউআর কোড দেখে ওষুধ কিনুন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের অমিতাভ রায়, সৌতম বন্দোপাধ্যায় , কুন্তল রায়, তপন কুমার দাঁ প্রমুখ।