ASANSOL

আইএমএর আসানসোল শাখায় ৮৫ তম প্রতিষ্ঠা ও বিশ্ব স্বাস্থ্য দিবস পালন, রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News Today )*  ইন্ডিয়ান মেডিক্যাল এ্যাসোসিয়েশন বা আইএমএর আসানসোল শাখায় সোমবার ৮৫ তম ফাউন্ডেশন ডে বা প্রতিষ্ঠা দিবস ও ওয়ার্ল্ড হেল্থ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে আসানসোলের বিবেকানন্দ সরণি বা সেনরেল রোডে রামকৃষ্ণ মিশন আশ্রম বিপরীতে আইএমএর আসানসোল শাখা ভবনে একটি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো। আইএমএর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই শিবিরের সূচনা হয়। ছিলেন আইএমএর আসানসোল শাখার চীফ পেট্রোন ডাঃ পিসি মাজি, সভাপতি ডাঃ মানস বন্দোপাধ্যায়, ডাঃ রহুল আমিন, সহসভাপতি ডাঃ আরকে ঝাঁ, আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, ডাঃ অনিন্দ্য রায় সহ অন্যান্যরা।

দুপুর একটা পর্যন্ত হওয়া রক্তদান শিবিরে মোট ১৪ জন রক্তদান করেন। স্বাস্থ্য পরীক্ষা শিবিরের দুশো জনেরও বেশী মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কার্ডিও বা হৃদরোগ সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা শিবিরে ছিলেন। ইসিজি সহ বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা বিনামূল্যে করা হয়।
আইএমএর আসানসোল শাখার চীফ পেট্রোন ডাঃ পিসি মাজি বলেন, সংগঠনের ফাউন্ডেশন ডে ও বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এদিন এই শিবিরের আয়োজন করে হয়েছিলো। সংগঠনের তরফে সারা বছর এইভাবে নানা ধরনের অনুষ্ঠান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *