PANDESWAR-ANDAL

নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে পথে নামল সংখ্যালঘুরা

বেঙ্গল মিরর,   সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : সম্প্রতি সংসদের উভয় কক্ষে সংশোধিত ওয়াকফ বিল পাস হয়েছে । বিলে সই করেছেন রাষ্ট্রপতি । ফলে সেটি এখন পরিণত হয়েছে আইনে ।‌ বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রথম থেকেই এই বিলের বিরোধিতাই সরব হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ও বিভিন্ন সংগঠন । সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে শুরু হয়েছে প্রতিবাদ । বুধবার পাণ্ডবেশ্বরে একই দাবিতে মিছিল ও প্রতিবাদ সভা করল জমিয়ত উলেমা । বৈদ্যনাথপুর পঞ্চায়েতের মহাল ফুটবল মাঠ থেকে এদিন সকালে প্রতিবাদ মিছিল বের হয় । মিছিলে অংশ নেয় প্রায় হাজার তিনেক সংখ্যালঘু মানুষ । সংগঠনের ব্যানারের পাশাপাশি এদিন মিছিলে অনেকের হাতে জাতীয় পতাকা ও দেখা যায় ।

পাণ্ডবেশ্বর থানা পেরিয়ে পাণ্ডবেশ্বর রেল স্টেশনের কাছে মিছিলটি শেষ হয় । সেখানে হয় প্রতিবাদ সভা । সভা শেষে দাহ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর কুশ পুতুল । শেখ মনির মন্ডল, মোহাম্মদ নওশাদ আলমরা বলেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ । এই দেশে নিজের নিজের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে সংবিধানে । কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যালঘু মুসলমানদের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে । নিজ ধর্ম পালন সহ মুসলমানদের সবকিছু কেড়ে নিতে উধ্যত হয়েছে বিজেপি সরকার । সংশোধিত ওয়াকফ আইন তারই প্রমাণ । এই আইন বাতিলের দাবিতেই এই দিনের প্রতিবাদ মিছিল ও সভা বলে জানান তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *