বার্নপুর সেল আইএসপির আধুনিকীকরণ,জেলাশাসককে স্মারকলিপি আদিবাসী স্টুডেন্ট ও ইউথ ফোরামের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আদিবাসী স্টুডেন্ট ও ইউথ ফোরামের পক্ষ থেকে শুক্রবার মিছিল করে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়। এই স্মারকলিপির মাধ্যমে সংগঠনের তরফে জেলা প্রশাসনের সামনে বার্নপুরে আইএসপির আধুনিকীকরণ সম্পর্কে তাদের কিছু মতামত তুলে ধরা হয়েছে ।




এই প্রসঙ্গে সংগঠনের সাংবাদিকদের গুরদাস কিস্কু বলেন, ২০০৬ সালে যখন বার্নপুর আইএসপির প্রথম আধুনিকীকরণ করা হয়, তখন সেখানকার আদিবাসীদের কাছে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। যা আজ পর্যন্ত পূরণ হয়নি। জমি দাতারাও এখনও তাদের অধিকার পাননি। এখন ২০২৫ সালে, আবারও আধুনিকীকরণ করা হচ্ছে। আগের মতোই এবারেও আদিবাসী সমাজের মানুষের কাছে অনেক নতুন প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। কিন্তু তিনি আশঙ্কা করছেন যে সেই প্রতিশ্রুতিগুলিও পূরণ হবে না।
তিনি আরো বলেন, এর আগে আমরা আইএসপির অনেক ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে দেখা করেছি। তাদের সামনে আমাদের মতামত তুলে ধরেছি। কিন্তু তাদের মনোভাব দেখে মনে হচ্ছে যে তারা এই এলাকার আদিবাসী সমাজের জন্য বিশেষ কিছু করার অবস্থানে নেই। সেই কারণেই এদিন আমরা তিনি জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছি। জেলা ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে আমরা এডিএমের কাছে স্মারকলিপিটি দিয়েছি। এডিএম আমাদেরকে আশ্বস্ত করেন যে তিনি তাদের দাবি ও কথা সেল আইএসপি কতৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।