ASANSOL-BURNPUR

প্রয়াত প্রবীণ তৃণমুল নেতা ” ক্যাপ্টেন দা”

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়:* প্রয়াত তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রবীণ নেতা প্রবোধ রায়। তিনি রাজনৈতিক মহলে ‘ক্যাপ্টেন দা’ নামে পরিচিত ছিলেন। সোমবার গভীর রাতে তিনি মারা যান। ৬৮ বছরের প্রবোধ রায় দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবরে বার্নপুর তথা আসানসোল শিল্পাঞ্চলে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।প্রবোধ রায় ছিলেন তৃণমূল কংগ্রেসের সেই নেতাদের মধ্যে একজন যিনি দলের জন্য তৃণমূল পর্যায়ে কাজ করে নিজের পরিচয় তৈরি করেছিলেন।

File photo

বার্নপুরের বাসিন্দা ক্যাপ্টেন দা তার স্বভাব ও ব্যবহারের জন্য দলের নেতা ও কর্মীদের মধ্যে পরিচিত ছিলেন। তিনি আসানসোলে দলের ভিত ও সংগঠন মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশেষ করে শিল্পাঞ্চলে দলীয় সংগঠন সম্প্রসারণে তিনি তার অবদান রেখেছিলেন।দলীয় সূত্রে জানা গেছে, প্রবোধ রায় গত কয়েক মাস ধরে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। প্রবোধ রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও রাজ্য তৃণমূল সম্পাদক ভি শিবদাসন দাসু, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় প্রমুখ।

তারা শোকবার্তায় বলেন, “ক্যাপ্টেন দা ” আমাদের কাছে কেবল একজন নেতা ছিলেন না, বরং পরিবারের সদস্যের মতো ছিলেন। তার মৃত্যু তৃণমূল কংগ্রেসের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। প্রাক্তন মেয়র পারিষদ লক্ষ্মণ ঠাকুর বলেন, “ক্যাপ্টেন দা’র চলে যাওয়া আমাদের সকলের জন্য এক ব্যক্তিগত ক্ষতি। তার শক্তি এবং নিষ্ঠা আমাদের সর্বদা অনুপ্রাণিত করবে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রবোধ রায়ের মতো নেতার মৃত্যু শাসক দলের জন্য এক বিরাট ধাক্কা। তার মৃত্যু কেবল দলেই নয়, শিল্পাঞ্চলের রাজনীতিতেও এক বিরাট শূন্যতা তৈরি করলো বলে তারা মনে করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *