গুন্ডামিতে নয় আমরা উন্নয়নে বিশ্বাসী, জিতেন্দ্রকে পাল্টা কটাক্ষ নরেন্দ্রনাথ চক্রবর্তীর
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : গুন্ডামিতে নই আমরা উন্নয়নে বিশ্বাসী, এই ভাষাতেই জিতেন্দ্র তেওয়ারিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । রবিবার সন্ধ্যায় কেন্দ্রা অঞ্চলে সম্বর্ধনা সভায় এই কথা বলেন নরেন্দ্রনাথ বাবু ।




হাইকোর্টের অনুমতি পেয়ে গতকাল শনিবার পাণ্ডবেশ্বরের বাঁকোলা ইন্দরা চকে মিছিল ও সভাতে করে বিজেপি । ওই সভা থেকে তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি । বলেছিলেন পাণ্ডবেশ্বরে গণতন্ত্র নেই বিরোধীদের মিটিং মিছিল করার জন্য কোর্টের দ্বারস্থ হতে হয় । বিরোধী কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানো হয় । পাণ্ডবেশ্বরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিজেপি লড়ছে বলে দাবি করেন জিতেন্দ্র বাবু । তার অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে রবিবার সন্ধ্যায় কেন্দ্রায় সম্বর্ধনা অনুষ্ঠানে জিতেন্দ্র বাবুর অভিযোগের জবাব দিলেন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
এদিন কেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তীর দ্বিতীয়বার জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার জন্য সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল । সেই সভা থেকে জিতেন্দ্রনাথ বাবুর তোলা অভিযোগের জবাব দেন নরেন্দ্রনাথ বাবু । বলেন আমরা গণতন্ত্র, উন্নয়নে বিশ্বাসী, গুন্ডাতন্ত্রে নয় । বলেন সাম্প্রতিককালে পাণ্ডবেশ্বরের প্রতিটি রাস্তায় স্ট্রিট লাইট জ্বলছে । নতুন নতুন রাস্তা, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা, কমিউনিটি হল তৈরি হচ্ছে । তিনি জানান আগামী দিনে আরও পাঁচটা নতুন কমিউনিটি হল তৈরি হবে সাংসদ উন্নয়ন তহবিলে ।
প্রতিটি হলের জন্য তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৫০ লক্ষ টাকা করে অনুদানের ব্যবস্থা করেছেন । কয়েক দিন আগে সরপি মোরে অসমাপ্ত রবীন্দ্রভবনে সভা করে দ্রুত ভবন নির্মাণের কাজ শেষ করার দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র বাবু । এদিন তার উত্তরে নরেন্দ্রনাথ বাবু বলেন প্রথম পর্যায়ে যে টাকা অনুমোদন হয়েছিল সেই টাকায় প্রাথমিক কাজ সম্পূর্ণ হয়েছে । পরে নতুন করে অর্থ অনুমোদন না হওয়ায় কিছুদিন কাজ বন্ধ ছিল । সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে ৬ কোটি ২৫ লক্ষ টাকা অনুমোদন করেছেন । খুব শীঘ্রই রবীন্দ্রভবনের নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে দাবি করেন তিনি ।
পাশাপাশি নরেন্দ্রনাথ বাবু বলেন আমরা উন্নয়নের বিশ্বাসী । উন্নয়নের জন্যই মানুষ তৃণমূলের সাথে আছে । তিনি বলেন লোকসভার উপনির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভায় এক লক্ষর বেশি ভোটে তৃণমূল এগিয়েছিল । গত লোকসভা ভোটে ৩৬ হাজার ভোটে আমরা এগিয়ে আছি । আগামী বিধানসভাতেও পাণ্ডবেশ্বরে তৃণমূল জিতবে বলে দাবি করেন তিনি ।