ASANSOL

আসানসোলের গ্রামে ” ডাইনি” অপবাদে আতান্তরে এক পরিবার, দেওয়া হচ্ছে হুমকি, থানায় অভিযোগ, পাশে ভারতীয় বিঞ্জান যুক্তিবাদী সমিতি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে একবিংশ শতাব্দীতেও কিছু মানুষ এখনও ” ডাইনি”র মতো কুসংস্কারে বিশ্বাস করে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার আসানসোল পুরনিগমের১৪ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামে এমনই এক ঘটনা ঘটেছে।ঐ গ্রামের বাসিন্দা কান্ত হাঁসদা মঙ্গলবার অভিযোগ করে বলেন যে, গ্রামের লোকেরা একসাথে তাকে এবং তার মাকে ডাইনি বলে অভিযুক্ত করছে। গ্রামের লোকেরা তাদেরকে ভয় দেখাচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন যে যখনই গ্রামে কেউ অসুস্থ হয়, তারা কবিরাজের কাছে যায় এবং সে তাদের ওষুধ দেয়। তারপরে তারা ফিরে এসে তাকে এবং তার মাকে ডাইনি বলে অভিযুক্ত করে। তারা দাবি করে, তাদের কারণে গ্রামের লোকেরা অসুস্থ হয়ে পড়ছে।

তিনি বলেন, গ্রামের বয়স্ক লোকেরা নিজেদের মধ্যে পরামর্শ করে এইভাবে আমার পরিবারকে বিরক্ত করছে। তার পরিবারকে হুমকি এবং ভয় দেখানো হচ্ছে, যার কারণে আমরা চরম আতঙ্কে রয়েছে। দুর্গাপুর থেকে আসা ভারতীয় বিজ্ঞান যুতকবাদী সমিতির সদস্য রবিন হেমব্রম বলেন, আমি জানতে পারি যে, আসানসোল পুরনিগমে ১৪ নম্বর ওয়ার্ডের আসানসোল উত্তর থানার রামপুর গ্রামে একটি পরিবারের লোকদের বিরুদ্ধে ডাইনি অপবাদের অভিযোগ আনা হয়েছে। ডাইনি বলে অভিযোগ করে তাদের হয়রানি করা হচ্ছে। তাই এদিন আমরা দুর্গাপুর থেকে এই পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।

এদিন আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে ঐ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।এদিকে, পুলিশ জানায়, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় গিয়ে অভিযোগের তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *