BARABANI-SALANPUR-CHITTARANJAN

গরু চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও সন্দেহজনক এক ব্যক্তি, পুলিশের হাতে দিলেন গ্রামবাসীরা

বেঙ্গল মিরর, সালানপুর, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের সালানপুর থানার কালিপাথর গ্রামে গরু চুরি করতে গিয়ে সন্দেহ জনক হিসাবে এক ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করলেন গ্রামবাসীরা পরে তাকে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিলো গ্রামবাসীরা।
ঘটনা সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে সালানপুর ব্লকের কালিপাথর গ্রামে গরু চুরির উপদ্রব বেড়ে গেছে। দিন কয়েক আগে ভাইরাল হওয়া একটা সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিন ব্যক্তি রাতে গ্রামের রাস্তা চারচাকা গাড়িতে জোর করে একটি গরু চুরি করে পালাচ্ছে । সেই চুরির ঘটনাটি বলে সালানপুর থানায় লিখিত অভিযোগও করে কালীপাথর গ্রামের বাসিন্দা জাফর আলি।


এদিকে, মঙ্গলবার রাতে আবার তিনজন চোর আবার আনবর আনসারির বাড়ির গোয়াল ঘরে ঢুকে গরুর মুখ, পা বেঁধে গরু চুরির চেষ্টা করে।তবে তারা ব্যর্থ হয়ে বলে জানান আনবর আনসারি। তিনি বলেন, আমার পাশের বাড়িতে থাকা এক যুবক নিজের বাড়ির ছাদ থেকে দেখতে পায় তিনজনকে ব্যক্তি গোয়াল ঘরে ঢুকে রয়েছে। সেই কথা ঐ যুবক আমার ছেলেকে জানায়। তা শুনে ছেলে সঙ্গে সঙ্গে গোলায় ঘরের দিকে গেলে তিনজনই দেওয়াল টপকে পালিয়ে যায়। তারা তাড়া করে সন্দেহ জনক এক ব্যক্তিকে আটক করে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়।


এই প্রসঙ্গে জাফর আলি বলেন, আল্লাডি থেকে কালি পাথর গ্রাম পর্যন্ত বেশ কয়েক বার গরু চুরির ঘটনা ঘটেছে।একদল চোর সক্রিয় ভাবে গরু চুরির সঙ্গে যুক্ত। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি এই চোরের দলকে ধরতে ব্যবস্থা নিন। তা না হলে এবার আমরা আন্দোলনের পথে নামবো বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, ধরা পড়া ব্যক্তি গরু চোর কি না তা তদন্ত করে দেখছে সালানপুর থানার পুলিশ বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *