দুর্গাপুরে কালি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য, চোরের কীর্তি ধরা পড়লো সিসি ক্যামেরায়, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কালি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। সেখানে লাগানো সিসি ক্যামেরায় দেখা যায় চোরকে। দুর্গাপুর বেনাচিতির ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী জে ব্লক কালিতলা কালিমন্দিরের এই ঘটনা। বুধবার সকালে এই চুরির ঘটনা জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, বুধবার ভোর রাতের দিকে বেনাচিতির ১৪ নং ওয়ার্ড কালিতলা কালি মন্দিরের চুরি হয় ৫০ লক্ষ টাকার সোনার গয়না। এর পাশাপাশি মন্দিরের প্রনামী বাক্স ও এবং পুজোর কাঁসার বাসনও চোর নিয়ে যায় বলে মন্দির সূত্রে জানা গেছে ।প্রসঙ্গত, এর আগে বহুবার ফরিদপুর ফাঁড়ির এই একই মন্দিরে চুরি হয় গহনা টাকা সহ বাসনপত্র । পুলিশ সেই চুরির কিনারা করলেও চুরি হওয়া বন্ধ হয়নি।




কিন্তু বার বার এরকম দুঃসাহসিক চুরি করছে কে? অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। এলাকার প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলার তথা দুর্গাপুর নগরনিগম পুর প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তেওয়ারি বলেন, দিন দিন চুরির হার যেভাবে বাড়ছে তাতে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি। তিনি আশঙ্কা করছেন এই চুরির পিছনে একজনই আছে। তিনি আরো বলেন, এই চুরির ঘটনার পুলিশ তদন্ত করছে। শীঘ্রই চুরির কিনারা পুলিশ করতে পারবেন বলে তিনি আশাবাদী।
মন্দিরের পুরোহিত বিভাস বন্দোপাধ্যায় বলেন, এদিন সকালে মন্দির পরিষ্কার করার জন্য পরিচারিকা আসে। সেই দেখে মন্দিরের কলাপসিবল গেটের তালা ভাঙা। সে আমাকে জানান। আমি সঙ্গে সঙ্গে আশপাশের লোকেদের বলি। তারা আসেন। পরে আমিও আসি। তিনি আরো বলেন, মন্দিরে লাগানো সিসি ক্যামেরায় অস্পষ্ট ভাবে একজনকে মন্দিরে ঢুকতে দেখা গেছে, এদিন ভোর রাতে। ঐ চোর মায়ের গায়ের গয়না, পুজোর থালাবাসন ও প্রণামী বাক্স নিয়ে গেছে। পুলিশ জানায়, মন্দিরে চুরির ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।