আসানসোলের বিস্তীর্ণ এলাকা প্রবল বৃষ্টিতে জলমগ্ন, দুর্ভোগে সাধারণ মানুষ, আবারও প্রশ্নের মুখে নিকাশি ব্যবস্থা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বুধবার দুপুরে হওয়া এক ঘন্টার মুষলধার বৃষ্টিতে আসানসোল শহরের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। যে কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। আসানসোল স্টেশন রোডে হাঁটু পর্যন্ত জল জমে যায়। এর ফলে ঐ রাস্তা দিয়ে যাতায়াতে ব্যাপক সমস্যা দেখা দেয়। দীর্ঘক্ষন রাস্তার দুদিকে দাঁড়িয়ে সাধারণ মানুষদেরকে অপেক্ষা করতে হয়।এর পাশাপাশি বস্তিন বাজার, হটন রোড সহ শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে।




আসানসোল বাজারের বেশ কিছু দোকানে জল ঢুকে পড়ায় ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে পড়তে হয়েছে। এছাড়া আসানসোল ব্রেইল একাডেমিতেও জল জমে যাওয়ায় সেখানে কর্মরত ব্যক্তিরা সমস্যায় পড়েন। স্টেশন রোড সহ অন্য রাস্তায় জল জমে যাওয়ার কারণে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। এর ফলে তীব্র যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়। তাতে নাজেহাল অবস্থা পথচলতি মানুষ ও গাড়ি চালকদের।

এইসব এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জল নিকাশি ব্যবস্থার অপ্রতুলতার কারণেই এই সমস্যা বারবার দেখা দিচ্ছে আসানসোল শহরে। পুর প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেন এইসব এলাকার বাসিন্দারা। এদিন এই বৃষ্টির সঙ্গে একনাগাড়ে বজ্রপাত হয়।
