BARABANI-SALANPUR-CHITTARANJAN

শিরিষবেরিয়া গ্রামে নির্মিত হল কমিউনিটি হল, বারাবনিতে এক কোটি টাকার রাস্তা নির্মাণের শিলান্যাস

বেঙ্গল মিরর, কাজল মিত্র:– সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিরিষবেরিয়া এলাকায় একটি কমিউনিটি হলের উদ্বোধন করা হলো ।প্রায় ৩২ লক্ষ ৫৭ হাজার ৭৬১ টাকা ব্যয়ে নির্মিত এই কমিউনিটি হলটির ফিতে কেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন বারাবনি বিধানসভার যুব নেতা মুকুল উপাধ্যায় তাছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং ও বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের প্রধান অনিল ধীবর।

এদিন বাসুদেবপুর জেমারী পঞ্চায়েতের প্রধান অনিল ধীবর জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে উন্নয়নের ধারা বয়ে নিয়ে চলেছে কখনো দুয়ারে সরকার কখনো আবার পাড়ায় সমাধানের মধ্যে দিয়ে এলাকার মানুষের সমস্যার সমাধান করেন।শিরীষবেরিয়া গ্রামের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল একটি কমিউনিটি হলের। আর সেই কথা মাথায় রেখে বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় ও যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে সালানপুর ব্লক এর বাসুদেবপুর জেমারী গ্রাম পঞ্চায়েতের শিরিষবেরিয়া গ্রামে সালানপুর ইসিএল এর সিএসআর ফান্ড থেকে ৩২ লক্ষ ৫৭ হাজার ৭৬১ টাকা ব্যয় করে একটি কমিটি হলের নির্মাণ করা হলো । যার উদ্বোধন করেন বারাবনি বিধানসভার যুব নেতা মুকুল উপাধ্যায় ও সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি, ভোলা সিং ।নির্মিত এই কমিউনিটি হলটি স্থানীয় জনগণের চাহিদা পূরণ করবে এবং এই অঞ্চলের সামাজিক অনুষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কাজ করবে। গ্রামবাসীরা এই কমিউনিটি হল পেয়ে অত্যান্তই খুশি হয়েছেন ।

অন্যদিকে বারাবনি বিধানসভা এলাকার পঞ্চগছিয়া মনোহর বাহাল থেকে চকবল্লভপুর পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য প্রায় এক কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হতে চলেছে। এই রাস্তা নির্মাণের দায়িত্ব নিয়েছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। শুক্রবার এই রাস্তার শিলান্যাস করেন বিধায়ক প্রতিনিধি মুকুল উপাধ্যায়।মুকুল উপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তার সংস্কারের দাবি উঠছিল। বিধায়কের উদ্যোগে জেলা পরিষদ এই রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে। রাস্তা তৈরি হয়ে গেলে এলাকার মানুষের যাতায়াত অনেক সুবিধাজনক হবে।এই উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধান মনোরঞ্জন ব্যানার্জি, শিল্পপতি বিজয় শর্মা, দেবাশীষ মিশ্র, রামতনু দাস, রবি শর্মা, বাস্কি দাস, সুধাকর কর্মকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *