আসানসোলে বিশ্ব আদিবাসী দিবসে র্যালি ও অনুষ্ঠানের আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে শনিবার আসানসোল রবীন্দ্র ভবনে অল ইন্ডিয়া, আদিবাসী কোঅর্ডিনেসান কমিটির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার আগে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি বিশাল র্যালি বার করেন। সেই র্যালি রবীন্দ্র ভবনে এসে শেষ হয়। তাতে আসানসোলে ও তার আশপাশের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী সম্প্রদায়ের বিপুল সংখ্যায় মানুষেরা উপস্থিত ছিলেন। রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি বিষ্ণু দেব নুনিয়া, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় কমিটির পক্ষ থেকে হীরালাল সরেন মতিলাল সরেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।




এখানে সকল বিশেষ অতিথিদের আদিবাসী ঐতিহ্য অনুযায়ী স্বাগত জানানো হয়। এর পরে, মন্ত্রী মলয় ঘটক তার বক্তব্যে বলেন, আদিবাসী সম্প্রদায় ছাড়া কোনও দেশ কল্পনা করা যায় না। আদিবাসীরা প্রতিটি সমাজ ও জাতির মেরুদণ্ড। তিনি বলেন, ভারতের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে, এই দেশের আদিবাসীরা আমাদের দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আদিবাসীরা সর্বদা ব্রিটিশদের অত্যাচার ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এবং সংগ্রাম করেছে এবং তারা কেবল আদিবাসীদেরই নয়, সমগ্র দেশের মানুষকে ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলতে অনুপ্রাণিত করেছে।
তিনি আরো বলেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জন্য অনেক কিছু করেছেন। যা আগে কখনও করা হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশ্বাস করেন যে আদিবাসীদের ছাড়া এই রাজ্যের অস্তিত্ব কল্পনা করা যায় না।