ASANSOL

আসানসোলের স্কুল খোলা, মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্যের অভিযোগ, বার্ষিক পত্রিকার উদ্বোধনে পড়ুয়াদের উপস্থিতি নিয়ে বিতর্ক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে উমারানী গরাই মহিলা কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বুধবার সকালে বার্ষিক পত্রিকার উদ্বোধন হয়। এই বছর স্কুল পত্রিকার দ্বাদশ বর্ষ পূর্তি। এই উপলক্ষে স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। প্রচুর সংখ্যায় স্কুলের পড়ুয়া ড্রেস পড়ে, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্কুল পত্রিকার উদ্বোধন করেন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এসআই বা পরিদর্শক তথা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিবেক রায়। এছাড়াও ছিলেন পরিচালন সমিতির দুই সদস্য অতনু রায় ও অংশুমান মন্ডল, স্কুল ভারপ্রাপ্ত টিচার ইনচার্জ পাপড়ি বন্দোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষিকারা ।

তবে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্কুল ও কলেজে পুজোর ছুটি বুধবার থেকে করা হচ্ছে বলে ঘোষণা করেছিলেন। সেই মতো রাজ্যের তরফে সরকারি নির্দেশ চলে আসে। স্কুল কলেজের ছুটি ঘোষণা হয়ে যাওয়ার পরেও আসানসোলের এই স্কুলে ছাত্রীদের আসার কারণে বিভ্রান্তির সৃষ্টি হয়। তৈরি হয় বিতর্ক। গোটা বিষয়টি সংবাদ মাধ্যম মারফত জানতে পারেন পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক বা এডিএম ( শিক্ষা) সঞ্জয় পাল।

এরপরই আসানসোলের ডিআই অফিস থেকে স্কুল কতৃপক্ষের কাছ থেকে এই ব্যাপারে জানতে চাওয়া হয়। ডিআই অফিসের তরফে সরকারি নির্দেশ অমান্য করে এদিন স্কুল খুলে রাখায় অসন্তোষ প্রকাশ করা হয়। বলা হয়, পরে এই অনুষ্ঠান করা যেতো। জানা গেছে, ডিআই অফিসের প্রশ্নের মুখে পড়ে ম্যাগাজিন উদ্বোধন ও সামান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে, ভারপ্রাপ্ত টিচার ইনচার্জ একাংশ সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, আগে থেকেই ঠিক ছিলো এদিন স্কুলের বার্ষিক পত্রিকার যে উদ্বোধন হবে, তা আগে থেকেই ঠিক ছিলো।

স্কুলের তরফে পড়ুয়া ও অভিভাবকদের তা জানানো হয়েছিলো। পড়ুয়ারা স্কুল ড্রেস পড়ে এলেও, কোন ক্লাস হয়নি বা ঘন্টা দেওয়া হয়নি। তার দাবি, স্কুলের বার্ষিক পত্রিকার সঙ্গে পড়ুয়াদের একটা আবেগ জড়িয়ে রয়েছে। প্রতি বছর তা দুর্গাপূজোর আগেই করা হয়। এই বছরও তা করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করার কোন বিষয় এখানে হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *