উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে ও সাহায্যের আবেদন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ সংকটের মুখে। একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।



এদিন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের উপর আমাদের কোনও আস্থা নেই। তাই আমি আসানসোল সহ গোটা বাংলার মানুষদেরকে এই কঠিন পরিস্থিতিতে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। যাতে সেখানকার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়। এছাড়াও তিনি, এদিন উত্তরবঙ্গে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে দলের এক সাংসদ ও বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।