তালা বন্ধ ঘরে চুরি
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : তালা বন্ধ ঘরে চুরির ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য । অন্ডাল থানার বনবহিল ফাঁড়ির সিদুলি গ্রামের বাউরি পাড়ার ঘটনা । তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনা সূত্রে জানা যায় বাউরি পাড়ার বাসিন্দা উৎপল বাউরি ভাইফোঁটা উপলক্ষে বোনের বাড়ি যান । স্ত্রী চন্দনা বাউরি যান তার বাপের বাড়ি পরাসকোল । শুক্রবার সকালে তারা বাড়ি ফিরে দেখেন বাইরের সদর দরজায তালা বন্ধ থাকলেও ভিতরের দরজা ছিল না তালা ।













ঘরের ভিতর আলমারি খোলা, জিনিসপত্র ছড়ানো ছেটানো অবস্থায় পড়েছিল । বেশ কিছু সোনার অলংকার ও নগদ পাঁচ হাজার টাকা চুরি গেছে বলে দাবি করেন ওই দম্পতি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল থানার পুলিশ । দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানান ।





