রাজ্যে ২৭টি ইএসআই ডিসপেনসারি তৈরির পরিকল্পনা, সীতারামপুরের বন্ধ উপ বয়লার কার্যালয় পরিদর্শনে মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* দীর্ঘ কয়েক বছর থেকে বন্ধ রয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা সীতারামপুরের বন্ধ উপ বয়লার নির্দেশকের কার্যালয়। এই কার্যালয়টি রবিবার দুপুরে হটাৎ পরিদর্শনে আসেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ইন্দ্রানী মিশ্র, বোরো চেয়ারম্যান রবিলাল টুডু কাউন্সিলর সুশান্ত মণ্ডল, কুলটি ব্লক তৃণমূল ২ র সভাপতি কাঞ্চন রায় সহ অনেকে।













পরিদর্শনের পরে এই বিষয়ে মন্ত্রী বলেন, রাজ্যের বয়লার দপ্তরের কার্যালয়টি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অনেক আগেই এই কার্যালয়টি এখান থেকে আসানসোলে চলে গেছে। এখানে ইএসআই ডিসপেনসারি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই এদিন সবটা ঘুরে দেখলাম। যা, দেখলাম, তাতে মনে হচ্ছে ডিসপেনসারি তৈরি করা যাবে। তিনি আরো বলেন, রাজ্যে এই মুহুর্তে ৬৫ টি ইএসআই ডিসপেনসারি রয়েছে। আরো ২৬ টি ইএসআই ডিসপেনসারি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে এই পশ্চিম বর্ধমান জেলায় কুলটি ছাড়াও জামুড়িয়া ও পানাগড়ে মোট তিনটি ইএসআই ডিসপেনসারি তৈরি করা হবে।

