আসানসোলে বালি মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলন আরো তীব্র হবেঃ অগ্নিমিত্রা পাল, এফআইআরে নাম থাকা বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি, তৃণমূলের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে বালি কারবারিদের নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক চাপানওতোর দিন প্রতিদিন নতুন মাত্রা পাচ্ছে।দিন কয়েক আগে আসানসোলে পুলিশ কমিশনার বা সিপি অফিস ঘেরাও করা নিয়ে একাধিক বিজেপি নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে।














ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। আসানসোল দক্ষিণ বিধানসভার রানিগঞ্জ ব্লকের টিরাট এলাকায় আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি আটকানো হয়। তারপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে বালি মাফিয়াদের বিরুদ্ধে । ঘটনার প্রতিবাদে সরব হয়ে বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং তার দলের নেতা, কর্মী ও সমর্থকরা বারবার বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছেন।এরপর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে, বিজেপি বিধায়কের নেতৃত্বে বিজেপির নেতা ও কর্মীরা আসানসোলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করেন। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা তিনটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। তাতে বেশ কয়েকজন পুলিশ এবং বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনার পরে, আসানসোল দক্ষিণ থানার পুলিশ বিজেপি নেতা সোমনাথ মণ্ডল, পঙ্কজ দাস, সঙ্গীতা নোনিয়া, সৈকত হাজরা, সন্তোষ ভগত সহ অন্যান্য বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।এরপরই এই নিয়ে রাজনৈতিক বাকবিতন্ডা ও অভিযোগ পাল্টা অভিযোগ করা হচ্ছে ।শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এফআইআরে নাম থাকা বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
পুলিশের পদক্ষেপ নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, বালি মাফিয়া এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি আওয়াজ তোলার কারণেই বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করছে। তিনি পাল্টা সরব হয়ে বলেন, এই পদক্ষেপ বিজেপির কণ্ঠস্বর দমিয়ে রাখতে পারবে না। বরং প্রতিবাদকে আরও তীব্র করা হবে। তার দাবি, আমি ঐ এলাকায় সব অবৈধ কার্যকলাপ বন্ধ করে দিয়েছে বলে, এইসব করা হচ্ছে।


