আসানসোলে চতুর্থ ” সৃষ্টি নগর প্রিমিয়ার লিগ” চ্যাম্পিয়ান টিম ম্যাভরিকস্
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর আসানসোল সৃষ্টিনগরে হওয়া চতুর্থ ” সৃষ্টি নগর প্রিমিয়ার লিগ বা এসপিএল” এ চ্যাম্পিয়ান হলো টিম ম্যাভরিকস্। বুধবার সন্ধ্যায় সৃষ্টিনগরের ওডিসি ক্লাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয় এই বছরের খেলা। যা সৃষ্টি নগরে আবাসিক ক্রিকেট লিগের আরেকটি সফল মরশুমের সূচনা করলো।














প্রতিযোগিতার ফাইনালে খেলায় টিম ম্যাভেরিকস্ ১৩ রানে টিম অ্যাভেঞ্জার্সকে হারিয়ে চতুর্থ সৃষ্টি নগর প্রিমিয়ার লিগ (এসপিএল) জিতে নেয়। ফাইনালে খেলা দুটিদলই টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ক্রীড়ানুরাগীতা, দলগত পারফরম্যান্স এবং প্রতিযোগিতামূলক মনোভাব প্রদর্শন করেছে।
বুধবার সন্ধ্যায় টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল এবং সৈয়দ কিরমানি। যারা এই বছরের চ্যাম্পিয়ন টিম ম্যাভেরিকসকের খেলোয়াড়দের হাতপ ট্রফি তুলে দেন। তাদের উপস্থিতি ইভেন্টে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। যা খেলোয়াড় এবং দর্শককে অনুপ্রাণিত করেছে।
বিনয় চৌধুরী (গ্রুপ হেড – প্রপার্টি ম্যানেজমেন্ট, বেঙ্গল সৃষ্টি) এই প্রসঙ্গে বলেন, সৃষ্টি নগর প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করণের সফল সমাপ্তি আমাদের কাছে আরেকটি গর্বের মুহূর্ত। ক্রিকেটের মান, অংশগ্রহণের মাত্রা এবং সকল দলের মনোবল দেখায় যে এই লিগ বছরের পর বছর কতটা শক্তিশালীভাবে বৃদ্ধি পেয়েছে। এবারের প্রতিযোগিতায় মোট নয়টি দল অংশ নিয়েছিলো।


