দুর্গাপুরেও ফর্ম ৭ নিয়ে বিজেপির এসডিও অফিসে ধর্ণা অবস্থান, এসআইআর স্বচ্ছভাবে না হলে ভোট নয়ঃ জিতেন্দ্র তেওয়ারি
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ফর্ম ৭ জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ বিজেপির। যা নিয়ে তৃণমূলের পাল্টা কটাক্ষ।
এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া শুনানি পর্ব চলাকালীন ফর্ম ৭ জমা নিতে জেলা নির্বাচনী আধিকারিকরা তৃণমূলের চাপে অস্বীকার করছেন, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার দুর্গাপুরে এসডিও বা মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা ও কর্মীরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক ও মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।














এই প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারির দাবি, তৃণমূল কংগ্রেসের নেতারা ভবিষ্যৎ আঁচ করতে পেরে ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন। এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় স্বচ্ছতা না এলে ভোট করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জিতেন্দ্র তেওয়ারি। ফর্ম ৭ জমা না নেওয়া হলে ধারাবাহিক ও লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন জিতেন্দ্র তেওয়ারি ।
যদিও বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের বলেন, এসআইআর করার নামে সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন। আর এই জটিলতা তৃণমূল কংগ্রেস নয়, বিজেপিই নির্বাচন কমিশনকে দিয়ে তৈরি করিয়েছে। যার জবাব বাংলার মানুষ বিজেপিকে বুঝিয়ে দেবে।


